Bike Loan

Bajaj Pulsar RS200: চোখধাঁধানো লুকে বাজাজ পালসার! কথা বলবে হাওয়ার সাথে, পকেটে 6 হাজার থাকলেই কেল্লাফতে

Aindrila Dhani

Published on:

bajaj-pulsar-rs200-emi-plan-2024

Bajaj Pulsar RS200: Bajaj Auto ভারতের বিখ্যাত টু-হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলির মধ্যে থেকে অন্যতম। এই কোম্পানি বাজেট ফ্রেন্ডলি সেগমেন্টে একাধিক মডেল লঞ্চ করেছে। এছাড়া এই কোম্পানি তার বিভিন্ন মডেলের জন্য দারুন কিছু ফাইন্যান্স প্ল্যানও নিয়ে এসেছে।

Bajaj Auto মানেই দুর্দান্ত কোয়ালিটির বাইক। আবার তা যদি Pulsar রেঞ্জের হয়, তাহলে তো কথাই নেই। Bajaj Pulsar RS200-এর লুক আর ডিজাইন বেশ নজরকাড়া। আপনি যদি এই মডেলটি নেওয়ার কথা ভাবেন, তাহলে এবার কিনেই ফেলুন। Bajaj Pulsar RS200 এবার আপনি মাত্র 20 হাজার টাকায় পেয়ে যাবেন। এটি স্পোর্টি ও রেসিং লুকের জন্য বিখ্যাত। এতে সম্পূর্ণ ফেইরিং দেওয়া হয়েছে। হাই স্পিডে এই বাইক ভালো এরোডায়নামিক্স প্রদান করতে পারে। এর পাশাপাশি টুইন প্রজেক্টর হেড লাইট, LED DRL, স্পোর্টি ফিউল ট্যাঙ্ক ও স্প্লিট সিট রয়েছে।

Bajaj Pulsar RS200: ইঞ্জিন

এই বাইকে 199.5cc-র সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা 24.5 Ps শক্তি ও 18.7 Nm টর্ক উৎপাদন করে। এই ইঞ্জিনের সাথে 6 স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স দেওয়া হয়েছে।

Bajaj Pulsar RS200: মাইলেজ

মাইলেজের কথা বলতে গেলে, Bajaj Pulsar RS200 দুর্দান্ত একটি মডেল। এতে 13 লিটারের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি রয়েছে। প্রতি লিটারে 35 কিলোমিটার মাইলেজ দিতে পারে এই বাইক।

Bajaj Pulsar RS200 বাইকের ফিচার্স

এই বাইকের সামনে টেলিস্কোপিক ফোর্ক আর পিছনে গ্যাস চার্জড মোনোশক সাসপেনশন দেওয়া হয়েছে। আর ডুয়াল চ্যানেল ABS সহ ডিস্ক ব্রেকের ব্যবহার করেছে কোম্পানি। পাশাপাশি এই বাইকে এক্সিয়ল ক্যালিপার্সের ব্যবহার করেছে কোম্পানি।‌ Bajaj Pulsar RS200-এর সামনে 300 মিলিমিটারের ডিস্ক ব্রেক আর পিছনে 230 মিলিমিটারের ডিস্ক ব্রেক রয়েছে।

এই বাইকে গিয়ার পজিশন ইন্ডিকেটর, টুইন এলইডি ডিআরএল, ডুয়াল প্রজেক্টর হেডলাইট সেটআপ, ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ডিস্টেন্স টু এমপ্টি রিডআউট, এলইডি ইন্ডিকেটর, এলইডি টেইল ল্যাম্প, সেমি ডিজিটাল ক্লক, সার্ভিস ডিউ ইন্ডিকেটরের মতো ফিচার রয়েছে।

Bajaj Pulsar RS200 বাইকের দাম

Bajaj Pulsar RS200-র এক্স শোরুম দাম 1.72 লাখ টাকা।

কীভাবে 20 হাজার টাকায় Bajaj Pulsar RS200 কিনবেন?

19 হাজার 100 টাকা ডাউন পেমেন্ট করলে 10 শতাংশ সুদের হারে 3 বছরের জন্য প্রতি মাসে 6 হাজার 673 টাকা করে EMI জমা করতে হবে।