Bike Loan

Bajaj Pulsar RS200: চোখে পড়ার মতো চেহারা! মাসিক ইএমআই 5,692 টাকা, কিনতে ঝাঁপিয়ে পড়ল মানুষ

Aindrila Dhani

Published on:

bajaj-pulsar-rs200-emi-details

Bajaj Pulsar RS200: Bajaj Auto তাদের Pulsar রেঞ্জ আপডেট করতে চলেছে। Bajaj Pulsar NS200 আর Bajaj Pulsar N250 লঞ্চের পর এবার Bajaj Auto Pulsar RS200 বাজারে আনতে চলেছে। তবে এখনও পর্যন্ত এই মডেলের লঞ্চের তারিখ সম্পর্কে কোনো ঘোষণা করেনি কোম্পানি। তবে আগামী কয়েক মাসের মধ্যে Pulsar RS200 লঞ্চ হয়ে যাবে।

Bajaj Auto-র Pulsar রেঞ্জের মডেলগুলি ইতিমধ্যে নতুন আপডেট পেয়ে গেছে। কিন্তু Pulsar RS200 এখনও পর্যন্ত নতুন কোনো আপডেট পায়নি। 2024 Bajaj Pulsar RS200-এ একাধিক ফিচার আর নতুন কালার স্কিম যুক্ত হতে চলেছে। এই বাইকে হয়তো ব্লুটুথ কানেক্টিভিটি সহ ফুল ভিজিটাল ইন্স্ট্রুমেন্ট কনসোল যুক্ত করা হবে। এছাড়া এই মডেলে টার্ন বাই টার্ন নেভিগেশনও যুক্ত করা হবে। 2024 Bajaj Pulsar RS200 বাইকে LED হেডল্যাম্প থাকতে পারে।

   

Bajaj Pulsar RS200: ফিচার্স

এই বাইকে আপনারা আধুনিক ফিচারের সুবিধা পেয়ে যাবেন। এতে রয়েছে ডুয়াল ডিস্ক ব্রেক, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ডুয়াল চ্যানেল ABS, স্লিপার ক্লাচ, অ্যাসিস্ট্যান্ট ক্লাচ ইত্যাদি। এর পাশাপাশি কোম্পানি Bajaj Pulsar RS200-এ ইউ এস বি চার্জিং পোর্টের সুবিধা দিয়েছে। যার ফলে আপনারা যখন খুশি যেখানে খুশি নিজের ফোন চার্জ করতে পারবেন।

Bajaj Pulsar RS200: ইঞ্জিন

এই বাইকে শক্তিশালী ইঞ্জিনের ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে 199.5 সিসির লিকুইড কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন। যা 25 বিএইচপি শক্তি ও 19‌ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। প্রতি লিটারে Bajaj Pulsar RS200 প্রায় 50 কিলোমিটার মাইলেজ দিতে পারে।

Bajaj Pulsar RS200: দাম

এই বাইকে আপনারা আধুনিক ফিচার্স ও শক্তিশালী ইঞ্জিনের সাহায্য পেয়ে যাবেন। দামের কথা বলতে গেলে, Bajaj Pulsar RS200-এর এক্স শোরুম দাম 1.54 লাখ টাকা থেকে শুরু হয়েছে। আপনারা চাইলে এই বাইকটি ফাইন্যান্স প্ল্যানে কিনতে পারবেন। আপনাকে ন্যূনতম 20,000 টাকা জমা দিতে হবে এবং তার পরে আপনাকে প্রতি মাসে 5,692 টাকা মাসিক ইএমআই দিতে হবে।