Bike Loan

Bajaj Pulsar RS200: মাত্র 20 হাজারে কথা বলবে হাওয়ার সঙ্গে! চোখ সরাতে পারবেন না চ্যালেঞ্জ

Aindrila Dhani

Published on:

bajaj-pulsar-rs200-2024

Bajaj Pulsar RS200: Bajaj Auto ভারতের বিখ্যাত টু-হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলির মধ্যে থেকে অন্যতম। এই কোম্পানি বাজেট ফ্রেন্ডলি সেগমেন্টে একাধিক মডেল লঞ্চ করেছে। এছাড়া এই কোম্পানি তার বিভিন্ন মডেলের জন্য দারুন ফাইন্যান্স প্ল্যান নিয়ে এসেছে।

Bajaj Auto-র জনপ্রিয় একটি মডেল হল Bajaj Pulsar RS200। এর লুক ভীষণ আকর্ষণীয়। এছাড়া এতে রয়েছে আধুনিক ফিচার্স ও শক্তিশালী ইঞ্জিন। এই বাইক আপনারা চাইলে ফাইনান্স প্ল্যানে কিনতে পারবেন। প্রতি লিটারে 35 কিলোমিটার মাইলেজ দিতে পারে।

Bajaj Pulsar RS200 বাইকের শক্তিশালী ইঞ্জিন

Baja Auto-র RS সিরিজের জনপ্রিয় মডেল হল Bajaj Pulsar RS200। কোম্পানি এই বাইকে 199.5cc-র লিকুইড কুল্ড BS6 শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করেছে। যা 9750 rpm-এ 24.1 bhp শক্তি ও 8,000 rpm-এ 18.7 Nm টর্ক উৎপাদন করে। এই ইঞ্জিনের সাথে 6 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন রয়েছে। এতে 10 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি রয়েছে। Bajaj Pulsar RS200 প্রতি লিটারে 35 কিলোমিটার মাইলেজ দিতে পারে। এই বাইকের ওজন 166 কেজি।

Bajaj Pulsar RS200 বাইকের পিছনে আধুনিক ফিচার্স

এই বিখ্যাত মডেলে বেশকিছু আধুনিক ফিচারের ব্যবহার করা হয়েছে। Bajaj Pulsar RS200-এ ডবল‌ LED DRL ও ডুয়াল প্রজেক্টর হেডলাইট রয়েছে। এছাড়া এতে LED টার্ন ইন্ডিকেটর, LED টেইল লাইট, সেমি ডিজিটাল ইন্স্ট্রুমেন্ট ক্লাস্টার, ফুয়েল গেজ, ট্রিপ মিটার, ওডোমিটার, ক্লক ও সার্ভিস ডিউ ইন্ডিকেটরের সুবিধা রয়েছে। অ্যাক্সিডেন্টের সুবিধার জন্য সামনের ও পিছনের চাকায় ডিস্ক ব্রেকের ব্যবহার করা হয়েছে।

Bajaj Pulsar RS200 বাইকের দাম

এই বাইকের এক্স শোরুম দাম 1.71 লাখ টাকা। তবে আপনারা ফাইন্যান্স প্ল্যানে এটি কিনতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের 20 হাজার টাকা ডাউন পেমেন্ট করতে হবে। এরপর 3 বছরের জন্য প্রতি মাসে 5 হাজার 852 টাকা করে EMI দিতে হবে।