Bike Loan

Bajaj Pulsar RS 200: চোখে পড়ার মতো চেহারা! মাসিক ইএমআই 5,692 টাকা, কিনতে ঝাঁপিয়ে পড়ল মানুষ

Aindrila Dhani

Published on:

bajaj-pulsar-rs-200-bike-with-smart-features-2024

যুবকদের মধ্যে বাইকের প্রতি এক আলাদাই ক্রেজ চোখে পড়ে। এবার তাঁদের মন জিততে চলে এসেছে Bajaj Pulsar RS 200। এই বাইকে স্মার্ট ফিচার্সের সুবিধা পেয়ে যাবেন। আপনারা যদি বাজাজের বাইক পছন্দ করে থাকেন, তবে এই মডেলটি আপনাদের ভালো লাগবে।

বাজাজ একটি বিখ্যাত টু-হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এই কোম্পানির নতুন বাইক Bajaj Pulsar RS 200 ভারতীয় বাজারে আসতে চলেছে। প্রতি লিটারে 35 কিলোমিটার মতো মাইলেজ দিতে পারে এই বাইক। এতে রয়েছে দুর্দান্ত কিছু ফিচার্স। আপনার বাজেটে এবার কিনতে পারবেন এই বাইকটি।

Bajaj Pulsar RS 200: ফিচার্স

এই বাইকে ঝাক্কাস ফিচারস রয়েছে। এতে আপনারা ডবল চ্যানেল ABS পেয়ে যাবেন। হঠাৎ ব্রেক কষলে টায়ার পিছলে যাবে না। এই বাইকে সুরক্ষিত ব্রেকিং সিস্টেম দেওয়া হয়েছে। এর লুক বেশ স্টাইলিশ। এতে আপনারা LED লাইট পেয়ে যাবেন। ফলে অন্ধকারে ড্রাইভ করতে সমস্যা হবে না।

Bajaj Pulsar RS 200: ইঞ্জিন

এই বাইকে 199.5cc-র লিকুইড কুল্ড 4 ভালভ ফুয়েল ইনজেকটেড ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিন 9,750 rpm-এ 8.6 Nm টর্ক ও 24.5 Ps শক্তি উৎপাদন করে। এই বাইক যুবকদের পছন্দ হবেই।

Bajaj Pulsar RS 200 বাইকের মাইলেজ

দুর্দান্ত ইঞ্জিনের পাশাপাশি দীর্ঘ মাইলেজ দিতে পারে এই বাইক। ট্রাফিকের উপর নির্ভর করে মাইলেজ কম বা বেশি হতে পারে। তবে কোম্পানি দাবি করছে, Bajaj Pulsar RS 200 প্রতি লিটারে 30 কিলোমিটার থেকে 35 কিলোমিটার মাইলেজ দিতে পারবে।

Bajaj Pulsar RS 200 বাইকের দাম

ভারতীয় বাজারে এই বাইকের এক্স শোরুম দাম 1.4 লাখ টাকা। ইএমআই ক্যালকুলেটর অনুসারে, আপনি যদি এই স্পোর্টস বাইকটি কিনে থাকেন তবে ব্যাঙ্ক আপনাকে এর জন্য 1,77,174 টাকা লোন দেবে। এই লোন পাওয়ার পরে, আপনাকে ন্যূনতম 20,000 টাকা জমা দিতে হবে এবং তার পরে আপনাকে প্রতি মাসে 5,692 টাকা মাসিক ইএমআই দিতে হবে।