Bike Loan

Bajaj Pulsar P-150: 20 হাজার টাকায় ঝাক্কাস বাইক! একবার চালালেই হয়ে যাবেন দিওয়ানা, ড্যাশিং লুক এবং দুর্দান্ত ফিচার্স

Aindrila Dhani

Published on:

bajaj-pulsar-p-150-price

Bajaj Pulsar P-150 : Bajaj Pulsar P-150-র ড্যাশিং লুক এবং দুর্দান্ত ফিচার্সের কারণে মানুষজন এই বাইকটিকে খুব পছন্দ করে। যাঁরা বাজেটের কারণে এটি কিনতে পারছেন না, তাঁদের জন্য রয়েছে সুখবর। এখন কোম্পানি এই বাইকে আপনাদের জন্য একটি খুব ভাল EMI প্ল্যান নিয়ে এসেছে। এর ফলে এই বাইকের বিক্রি অনেক বেড়ে গেছে।

Bajaj Pulsar P-150 -তে ইন্স্ট্রুমেন্ট কনসোল রয়েছে। এছাড়া ইমেইল অ্যালার্টের সুবিধা রয়েছে। প্রতি লিটারে 55 কিলোমিটার মাইলেজ দিতে পারে এই বাইক। লুকের দিক থেকেও বেশ নজরকাড়া।

   

Bajaj Pulsar P-150: ফিচার্স

আমরা যদি Bajaj Pulsar P-150 -র ফিচার্স সম্পর্কে কথা বলি, তাহলে কোম্পানি এতে একটি ডিজিটাল কন্ট্রোল সিস্টেম দিয়েছে। যা আপনাকে বাইকের গতি, পেট্রোলের পরিমাণ এবং বাইকটির গিয়ার সম্বন্ধে জানায়। এর সাথে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটির সুবিধা। বাইক রাইড করার সময় এটি আপনাকে কল, এসএমএস এবং ইমেল অ্যালার্ট দেবে। যার ফলে বাইক থামিয়ে রাইডারকে ফোন দেখতে হবে না।

Bajaj Pulsar P-150: ইঞ্জিন

Bajaj Pulsar P-150 -তে কোম্পানি 149.68cc-র সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করেছে। যা 14.5 PS শক্তি এবং 13.5 NM টর্ক জেনারেট করতে সাহায্য করে। এর সাথে বাইকটি আরামদায়ক রাইডিং উপভোগ করতে সাহায্য করে। এটি প্রতি লিটারে 55 কিলোমিটার মতো চমৎকার মাইলেজ দেয়।

Bajaj Pulsar P-150: দাম

আমরা যদি Bajaj Pulsar P-150 -র দামের কথা বলি, তাহলে কোম্পানি এই বাইকের দাম মাত্র 1,30,000 টাকা রেখেছে। তবে আপনি চাইলে এটি ফাইন্যান্স প্ল্যানে করতে পারেন। সেক্ষেত্রে 20 হাজার টাকা ডাউন পেমেন্ট করলে 3 বছরের জন্য প্রতি মাসে 4 হাজার 500‌‌ টাকা করে কিস্তি জমা করতে হবে।