Bike Loan

Bajaj Pulsar NS400Z: স্বপ্নের বাইক হাতের নাগালে! মুগ্ধ করবে চেহারা, স্টাইলিশ লুকে রাস্তার রাজা, কিনবেন নাকি

Aindrila Dhani

Published on:

bajaj-pulsar-ns400z-400cc-price

কয়েক সপ্তাহ আগে Bajaj Pulsar NS400Z-এর খবর আমাদের সামনে এসেছিল। এই মডেলের প্রাইস রেঞ্জ দেখে অনেকেই অবাক হয়েছেন। 2024 সালে দাঁড়িয়ে 2 লাখ টাকার মধ্যে 400cc মোটরসাইকেল, সত্যিই স্বপ্নের মত লাগে। এই দামি সেগমেন্টে সস্তায় মডেল লঞ্চ করে বাজাজ অন্যান্য কোম্পানিগুলির দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে।

আজ আমরা আপনাদের এমন একটি শক্তিশালী বাইক সম্পর্কে বলতে যাচ্ছি, যা আপনাদের মন ভালো করে দেবে। Bajaj Pulsar NS400Z বাইকে শক্তিশালী ইঞ্জিনের পাশাপাশি রয়েছে দারুণ প্রিমিয়াম ফিচার্স। আবার দামের দিক থেকেও বেশ সস্তা। এই বাইকে একাধিক রাইডিং মোড রয়েছে। এছাড়া অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম রয়েছে।

   

Bajaj Pulsar NS400Z: ফিচার্স

এই বাইকের ফিচার্স সম্পর্কে কথা বলতে গেলে, কোম্পানি চালক ও প্যাসেঞ্জারের নিরাপত্তার দিকে সম্পূর্ণ যত্ন নিয়েছে। এতে অ্যান্টি-লকিং ব্রেকিং সিস্টেম (ABS)-এর পাশাপাশি স্ট্যান্ডার্ড অ্যালার্ট ফিচারও দেওয়া হয়েছে। এ ছাড়া বাইকে অনেক ধরনের অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে, যাতে আপনি আপনার সুবিধা মতো বসতে পারেন। বাজাজ পালসার NS400Z অত্যন্ত আকর্ষণীয় ডিজাইনের সাথে লঞ্চ করা হয়েছে। এতে আপনি নতুন ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, ব্লুটুথ কানেক্টিভিটি, রাইডার মোড এবং অন্যান্য অনেক ফিচার পেয়ে যাবেন। এই গাড়িটি চারটি রঙের বিকল্পে উপলব্ধ রয়েছে।

Bajaj Pulsar NS400Z: ইঞ্জিন

Bajaj Pulsar NS400Z-এ কোম্পানি 373cc-র লিকুইড কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করেছে। এই ইঞ্জিনটি 6 স্পিড গিয়ার বক্সের সাথে যুক্ত। স্মুথ গিয়ার শিফ্টিংয়ের জন্য বাইকটিতে দুর্দান্ত ক্লাচ কন্ট্রোল দেওয়া হয়েছে।

Bajaj Pulsar NS400Z: দাম

আপনি Bajaj Pulsar NS400Z কিনতে চাইলে তাহলে আপনার জন্য দারুণ খবর রয়েছে। এই বাইকের দুটি ভ্যারিয়েন্ট ভারতীয় বাজারে পাওয়া যাবে। আর দুটিই বেশ সাশ্রয়ী মূল্যে লঞ্চ করা হবে। এই বাইকের প্রারম্ভিক দাম প্রায় 2 লাখ টাকা হতে পারে। এই বাইকটি 2025 সালের মধ্যে ভারতে লঞ্চ করা হবে।