Bike Loan

Bajaj Pulsar NS400: কম দামে জব্বর বাইক! মাত্র 22 হাজার টাকা খরচে বাড়িতে তুলুন পালসার, স্টাইলিশ লুক সহ দুর্ধর্ষ ফিচার

Aindrila Dhani

Published on:

bajaj-pulsar-ns400-price

Bajaj Pulsar NS400 : বাজাজের সবচেয়ে শক্তিশালী স্ট্রিট বাইক 2024 Pulsar NS400 ভারতীয় বাজারে সাড়া ফেলতে প্রস্তুত। বহু প্রতীক্ষিত এই বাইকে শক্তিশালী ইঞ্জিন, দুর্দান্ত স্টাইল এবং আধুনিক ফিচারের মেলবন্ধন ঘটিয়েছে কোম্পানি। আপনি যদি একটি শক্তিশালী স্ট্রিট বাইকের খোঁজে থাকেন, যা দৈনন্দিন ব্যবহারের পাশাপাশি দীর্ঘ রাইডের জন্য উপযুক্ত তাহলে এই বাইকটি আপনার জন্য দুর্দান্ত বিকল্প হতে পারে।

   

Bajaj Pulsar NS সিরিজের বাকি মডেলগুলির মতো একই ডিজাইন রাখা Bajaj Pulsar NS400-এ। এই বাইকে মাস্কুলার বডি ওয়ার্কের সাথে অ্যাংগুলার ডিজাইন লাইন রয়েছে। এছাড়া বেশ কিছু নতুনত্ব দেখবেন এই বাইকে। আপনার যদি নতুন বাইক কেনার প্ল্যান থাকে তাহলে খুব সস্তায় বাজাজের এই স্ট্রিট বাইক কিনতে পারবেন। মাত্র 22 হাজার টাকায় উপলব্ধ এটি।

Bajaj Pulsar NS400: ফিচার্স

সবার প্রথমে আমরা বাজাজের এই শক্তিশালী বাইকের ফিচার্স সম্বন্ধে কথা বলব। চলতি বছরেই এই বাইকটি ভারতীয় বাজারে এসেছে। আর লঞ্চ হওয়ার সাথে সাথেই গ্রাহকদের মনে জায়গা করে নিয়েছে এটি। এতে আপনারা সাইড এক্সটেনশন, সম্পূর্ণ ডিজিটাল রঙিন ইন্সট্রুমেন্ট কনসোল, স্পোর্টি গ্রাফিক্স, স্পোর্টি রেয়ার ভিউ মিরর, আন্ডার বেলি একজাস্ট আর গোল্ডেন ফিনিশ দেখতে পাবেন। এর পাশাপাশি কোম্পানি এই বাইকে ইন্টিগ্রেটেড ব্লুটুথ, এলইডি হেড ল্যাম্প, থান্ডারবেল্ট স্টাইলের এলইডি ডিআরএল, ইউএসডি ফোর্ক ইত্যাদি ব্যবহার করেছে।

Bajaj Pulsar NS400: ইঞ্জিন

এই বাইকে আপনারা 373cc-র লিকুইড কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন পেয়ে যাবেন। যা 40 bhp শক্তি ও 35 Nm টর্ক উৎপাদন করতে সক্ষম। Bajaj Pulsar NS400 প্রতি লিটারে 50 কিলোমিটার মাইলেজ দিতে পারে।

Bajaj Pulsar NS400: দাম

Bajaj Pulsar NS400-এর দাম মাত্র 1.85 লাখ টাকা। তবে একবারে সব টাকা না দিতে চাইলে, ফাইন্যান্স প্ল্যানে এই বাইকটি কিনতে পারেন। আপনি যদি 22 হাজার টাকা ডাউন পেমেন্ট করেন তাহলে 3 বছরের জন্য প্রতি মাসে 6 হাজার 19‌ টাকা করে কিস্তি জমা করতে হবে।