Bike Loan

Bajaj Pulsar NS400: KTM কে একাই টেক্কা দেবে Bajaj Pulsar NS400! আসছে নতুন অবতারে

Aindrila Dhani

Published on:

bajaj-pulsar-ns400-launch-date

ভারতীয় মার্কেটে বাজাজ কোম্পানির চাহিদা চোখে পড়ার মতো। এই কোম্পানি এখন সাধারণ বাইকের পাশাপাশি লাক্সারি বাইক আর স্পোর্টি লুকের বাইক সবই লঞ্চ করা শুরু করেছে। বাজাজের লাক্সারি বাইক আর স্পোর্টস বাইক গ্রাহকদের বেশি পছন্দ। Bajaj Motors গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে KTM কে টক্কর দিতে 400cc সেগমেন্টে নিয়ে আসতে চলেছে তাদের নতুন Bajaj Pulsar NS400।

Bajaj Pulsar NS400 বাইকের ইঞ্জিন

এই বাইকে 400cc ডমিনার ইঞ্জিনের ব্যবহার করা হয়েছে। এতে 373cc লিকুইড কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। যা 40 bhp শক্তি ও 35 Nm টর্ক উৎপাদন করতে সক্ষম হবে। এই বাইকে 6 স্পিড গিয়ার বক্স দেওয়া হবে। এছাড়া স্লিপ অ্যাসিস্ট ক্লাচের ব্যবহার করা হবে।

   

Bajaj Pulsar NS400 এর ফিচারস

Bajaj Pulsar NS400 বাইকে বেশকিছু আধুনিক ফিচারস রয়েছে। এতে আপনারা ব্লুটুথ কানেক্টিভিটি আর টার্ন বাই টার্ন নেভিগেশন সহ ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল পেয়ে যেতে পারেন। এটি সেমি ডিজিটাল কনসোল হতে পারে। এতে ফুয়েল লেভেল ইন্ডিকেটর, স্পিডোমিটার, ওডোমিটার সহ বেশ কিছু ফিচার থাকতে পারে। এছাড়া সিঙ্গেল চ্যানেল ABS থাকবে। সুরক্ষার জন্য সামনের ও পিছনের চাকায় ডিস্ক ব্রেক পেয়ে যাবেন।

Bajaj Pulsar NS400 বাইকের দাম

এখনও পর্যন্ত এই বাইকটির সঠিক দাম জানা যায়নি। তবে সূত্র থেকে জানা যাচ্ছে, Bajaj Pulsar NS400 বাইকটির দাম 2.5 লাখ টাকা হতে পারে। যদি এই দামেই বাইকটি বিক্রি করা হয়, তাহলে ভারতের সবথেকে কম বাজেটের 400‌cc সেগমেন্ট বাইক হবে এটি। Bajaj Pulsar NS400 মডেলটি Royal Enfield Himalayan 411 আর Harley Davidson X440 এর সাথে প্রতিযোগিতা করতে পারে।