Bike Loan

Bajaj Pulsar NS250: KTM-এর বাড়বাড়ন্ত কমাতে বাজারে আসছে বাজাজ পালসার! চোখ সরাতে পারবেন না চ্যালেঞ্জ, দামও সাধ্যের মধ্যে

Aindrila Dhani

Published on:

KTM-কে ধূলিসাৎ করতে বাজাজ নিয়ে এসেছে বাইক। পেয়ে যাবেন ঝাক্কাস ফিচার্স। আজকের প্রতিবেদনে আমরা Bajaj Pulsar NS250 সম্পর্কের কথা বলব। এই বাইকের নতুন ভ্যারিয়েন্ট ভারতীয় বাজারে লঞ্চ করা হয়েছে।

   

দুর্দান্ত ফিচার্স সহ মার্কেটে হুলুস্থুল ফেলতে আসছে Bajaj Pulsar NS250। এই বাইকে 6 স্পিড ট্রান্সমিশন রয়েছে। এই মডেলের হুইলবেস 1351 মিলিমিটার আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 মিলিমিটার। এই বাইকটির সিটের উচ্চতা 795 মিলিমিটার। এছাড়া এতে রয়েছে স্মার্ট ফিচারের সুবিধা ও শক্তিশালী ইঞ্জিন। প্রতি লিটারে 65 কিলোমিটার মাইলেজ দিতে পারে এই বাইক। জেনে নিন বিস্তারিত।

Bajaj Pulsar NS250: স্মার্ট ফিচার্স

এখন বাইক কেনার সময় অনেকেই স্মার্ট ফিচারের খোঁজ করেন। আপনাদের জানিয়ে রাখি, Bajaj Pulsar NS250 মডেলে বেশকিছু স্মার্ট ফিচারের সুবিধা রয়েছে। এই বাইকের সামনে রয়েছে USD ফোর্ক আর পিছন দিকে রয়েছে মোনোশক সাসপেনশন। এছাড়া রয়েছে 17 ইঞ্চির ডায়মন্ড কাট অ্যালয় হুইল। এই বাইকে চার্জিং পয়েন্টের সুবিধা দিয়েছে কোম্পানি। ফলে নিজের ইলেকট্রিক ডিভাইস চার্জ করতে পারবেন। Bajaj Pulsar NS250 বাইকে আপনারা ডিস্ক ব্রেকের সাথে ডুয়েল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেমের কম্বিনেশন পেয়ে যাবেন।

Bajaj Pulsar NS250: শক্তিশালী ইঞ্জিন

এই টু-হুইলারে 248.7cc-র লিকুইড কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার, ফিউল ইনজেক্টেড, DOHC ইঞ্জিন রয়েছে। যা 31 Ps শক্তি ও 27 Nm টর্ক উৎপাদন করতে পারে। এই বাইকের সাথে 6 স্পিড গিয়ার বক্স যুক্ত রয়েছে। প্রতি লিটারে 65 কিলোমিটার মাইলেজ দিতে পারে এই বাইক।

Bajaj Pulsar NS250: দাম

এই বাইকের এক্স শোরুম দাম 1.60 লাখ টাকা থেকে 1.70 লাখ টাকার মধ্যে।