দুর্দান্ত ফিচার্স সহ মার্কেটে হুলুস্থুল ফেলতে আসছে Bajaj Pulsar NS250। এই বাইকে 6 স্পিড ট্রান্সমিশন রয়েছে। এই মডেলের হুইলবেস 1351 মিলিমিটার আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 মিলিমিটার। এই বাইকটির সিটের উচ্চতা 795 মিলিমিটার। জেনে নিন বিস্তারিত।
Bajaj Pulsar NS250 বাইকের ইঞ্জিন
যেকোনো বাইকের ইঞ্জিন তার সব থেকে বড় শক্তি। বাইকের ইঞ্জিন ভালো হলে গ্রাহকরা এমনিতেই আকর্ষণ হন। এই বাইকে রয়েছে 248.7cc DOHC ফুয়েল ইনজেক্টেড লিকুইড কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা 31 PS শক্তি ও 27 Nm টর্ক উৎপাদন করে। এই ইঞ্জিনের সাথে রয়েছে 6 স্পিড ট্রান্সমিশন।
Bajaj Pulsar NS250 বাইকের ফিচারস
এখন বাইক কেনার সময় অনেকেই স্মার্ট ফিচারের খোঁজ করেন। আপনাদের জানিয়ে রাখি Bajaj Pulsar NS250 মডেলে স্মার্ট ফিচার পেয়ে যাবেন। এই বাইকের সামনে রয়েছে USD ফোর্ক আর পিছন দিকে রয়েছে মনোশক সাসপেনশন। এছাড়া রয়েছে 17 ইঞ্চির ডায়মন্ড কাট অ্যালয় হুইল। এছাড়া এই বাইকে রয়েছে চার্জিং পয়েন্ট। Bajaj Pulsar NS250 বাইকে আপনারা ডিস্ক ব্রেকের সাথে ডুয়েল চ্যানেল অ্যান্টি লক বেকিং সিস্টেমের কম্বিনেশন পেয়ে যাবেন।
Bajaj Pulsar NS250 বাইকের দাম
অনেকের পক্ষেই বেশি দাম দিয়ে বাইক কেনা সম্ভব হয় না। আপনাদের জানিয়ে রাখি, Bajaj Pulsar NS250 বাইকের সঠিক দাম এখনও জানা যায়নি। তবে এই মডেলটির সম্ভাব্য এক্স শোরুম মূল্য 1.31 লাখ টাকা থেকে 1.50 লাখ টাকার মধ্যে হতে পারে।