Bike Loan

Bajaj Pulsar NS250: টপ লুকে দিওয়ানা যুবকরা! ফের নতুন রুপে সবার প্রইয় পালসার, ফিচার বেশি দাম কম

Pushpita Baral

Published on:

bajaj-pulsar-ns250-bike-2024

বাইকের প্রতিনিয়ত ক্রমবর্ধমান চাহিদা মেটাতে প্রতিটি কোম্পানিই নতুন নতুন মডেল লঞ্চ করছে। এই সিরিজে বাজাজ কোম্পানি তাদের শক্তিশালী পালসার NS250 বাজারে এনেছে, যেটিতে আপনি পাবেন দারুণ সব ফিচারস। আসুন জেনে নেওয়া যাক এর সম্পূর্ণ তথ্য।

Bajaj Pulsar NS250 এর স্মার্ট বৈশিষ্ট্য

এই বাইকে আপনি 17 ইঞ্চি ডায়মন্ড কাট অ্যালয় হুইল এবং উভয় চাকায় ডিস্ক সহ ডুয়াল চ্যানেল ABS পাবেন। এর হুইলবেস 1351 মিমি, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 মিমি এবং সিটের উচ্চতা 795 মিমি। এতে রয়েছে USD ফর্ক। এছাড়াও, পালসার NS250 মডেলে একটি ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, ব্লুটুথ সংযোগ সহ একটি ফুল-ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল এবং তিনটি স্তর সহ ABS- রেইন, রোড এবং অফ-রোড মোড রয়েছে।

   

Bajaj Pulsar NS250 এর শক্তিশালী ইঞ্জিন

Bajaj Pulsar NS250 মডেলে রয়েছে 248.7cc সিঙ্গেল-সিলিন্ডার DOHC ফুয়েল-ইনজেক্টেড লিকুইড-কুলড ইঞ্জিন। এই ইঞ্জিনটি 31 PS শক্তির সাথে 27 Nm এর পিক টর্ক জেনারেট করতে সক্ষম। এই বাইকের ইঞ্জিনটি 6-স্পীড গিয়ারবক্সের সাথে যুক্ত। মাইলেজের কথা বললে, এটি প্রতি লিটারে প্রায় 65 কিলোমিটার মাইলেজ দেয়।

Bajaj Pulsar NS250 দাম

দামের দিক থেকেও এই মডেলটি বেশ সাশ্রয়ী। ভারতীয় বাজারে এর দাম রাখা হয়েছে 1.60 লক্ষ থেকে 1.70 লক্ষ টাকার মধ্যে।