Bajaj Pulsar NS250: KTM-কে ধূলিসাৎ করতে বাজাজ নিয়ে এসেছে বাইক। পেয়ে যাবেন ঝাক্কাস ফিচার্স। আজকের প্রতিবেদনে আমরা Bajaj Pulsar NS250 সম্পর্কের কথা বলব। এই বাইকের নতুন ভ্যারিয়েন্ট ভারতীয় বাজারে লঞ্চ করা হয়েছে।
দুর্দান্ত ফিচার্স সহ মার্কেটে হুলুস্থুল ফেলতে আসছে Bajaj Pulsar NS250। এই বাইকে 6 স্পিড ট্রান্সমিশন রয়েছে। এই মডেলের হুইলবেস 1351 মিলিমিটার আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 মিলিমিটার। এই বাইকটির সিটের উচ্চতা 795 মিলিমিটার। এছাড়া এতে রয়েছে স্মার্ট ফিচারের সুবিধা ও শক্তিশালী ইঞ্জিন। প্রতি লিটারে 65 কিলোমিটার মাইলেজ দিতে পারে এই বাইক। জেনে নিন বিস্তারিত।
Bajaj Pulsar NS250: ইঞ্জিন
বাজাজের এই বাইকে আপনারা শক্তিশালী ইঞ্জিনের সুবিধা পেয়ে যাবেন। কোম্পানি এই মডেলে 248.7 সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনের ব্যবহার করেছে। পারফরম্যান্সের দিক থেকে দারুণ মডেলটি। Bajaj Pulsar NS250-এর মাইরেট সম্পর্কে বলতে গেলে, প্রতি লিটার পেট্রোলে এই বাইক 60 কিলোমিটার মতো মাইলেজ দিতে পারে। ফলে পেট্রোলের পেছনে অতিরিক্ত খরচ আপনাদের বেশ কিছুটা সাশ্রয় হবে।
Bajaj Pulsar NS250: ফিচার্স
বাজাজের এই বাইকে আধুনিক ফিচারের সুবিধা রয়েছে। Bajaj Pulsar NS250-তে আপনারা ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ট্রিপ মিটার, ডিজিটাল অডোমিটার ও রিয়াল টাইম মাইলেজের সুবিধা পেয়ে যাবেন। সুরক্ষার জন্য এই বাইকে ডিস্ক ব্রেক ও এন্টি লক ব্রেকিং সিস্টেমের ব্যবহার করা হয়েছে। পাশাপাশি এই মডেলে 17 ইঞ্চির ডায়মন্ড কাট অ্যালয় হুইল রয়েছে।
Bajaj Pulsar NS250: দাম
অ্যাডভান্স টেকনোলজি সমৃদ্ধ বাজাজ পালসারের এই বাইকের এক্স শোরুম দাম 1.60 লাখ টাকা থেকে শুরু হয়েছে। তবে বাইকটির টপ ভ্যারিয়েন্টের এক্স শোরুম দাম 1.70 লাখ টাকা।