Bike Loan

Bajaj Pulsar NS200: দারুণ খবর! বাজাজ পালসার এখন হাতের মুঠোয়, দিতে হবে মাত্র 4,500 টাকা কিস্তি

Aindrila Dhani

Published on:

bajaj-pulsar-ns200-price-and-emi-plan-2024

আপনি কি অসাধারণ একটি মোটরসাইকেল কেনার কথা ভাবছেন? ইঞ্জিনের শক্তি থেকে মাইলেজ সবকিছুর দিক থেকেই Bajaj Pulsar NS200 দারুন একটি বিকল্প। এই বাইকের স্পোর্টি লুক আপনাদের উত্তেজনা বাড়িয়ে দেবে। তবে আর্থিক অসুবিধার কারণে যদি এই মডেলটি কিনতে না পারেন, তাহলে আর চিন্তা করবেন না। এবার অল্প ডাউন পেমেন্ট করেই কিনে নিতে পারবেন Bajaj Pulsar NS200। জেনে নিন বিস্তারিত।

200cc সেগমেন্টের দুর্দান্ত মডেল এটি। প্রতি লিটারে 40 কিলোমিটার মতো মাইলেজ দিতে পারে এই বাইক। এছাড়া এতে রয়েছে আধুনিক ফিচার্স। Bajaj Pulsar NS200-এর সুরক্ষার দিকে সম্পূর্ণ খেয়াল রেখেছে কোম্পানি। মাত্র 42 হাজার টাকায় এবার কিন নিতে পারবেন আপনার পছন্দের বাইক।

   

Bajaj Pulsar NS200: ইঞ্জিন ও পারফর্মেন্স

এই বাইকে 199cc-র ইঞ্জিন রয়েছে। যা 24.5 Ps শক্তি ও 18.74 Nm টর্ক উৎপাদন করে। Bajaj Pulsar NS200 প্রতি লিটারে 40.36 কিলোমিটার মাইলেজ দিতে পারে।

Bajaj Pulsar NS200 বাইকের দাম

বর্তমানে Bajaj Pulsar NS200-এ তিনটি ভেরিয়েন্ট রয়েছে। সিঙ্গেল চ্যানেল ABS ভেরিয়েন্টের এক্স শোরুম দাম 1 লাখ 42 হাজার 55 টাকা আর ডবল চ্যানেল ABS ভেরিয়েন্টের এক্স শোরুম দাম 1 লাখ 50 হাজার 591 টাকা। অপরদিকে এই বাইকের ব্লুটুথ ভেরিয়েন্টের এক্স শোরুম দাম 1 লাখ 57 হাজার 424 টাকা।

Bajaj Pulsar NS200: ফাইন্যান্স প্লান

আপনারা এই তিনটি ভেরিয়েন্টই ফাইন্যান্স প্ল্যানে পেয়ে যাবেন। সিঙ্গেল চ্যানেল ABS ভেরিয়েন্ট কিনতে গেলে আপনাদের 42 হাজার টাকা ডাউন পেমেন্ট করতে হবে। আর 24 মাসের জন্য 4,500 টাকা করে EMI দিতে হবে। ডবল চ্যানেল ABS ভেরিয়েন্টের জন্য 45 হাজার টাকা ডাউন পেমেন্ট করতে হবে। আর 24 মাসের জন্য 4,500 টাকা করে EMI দিতে হবে। আপনারা যদি ব্লুটুথ ভেরিয়েন্ট কেনার কথা ভেবে থাকেন, সেক্ষেত্রে 47 হাজার টাকা ডাউন পেমেন্ট করতে হবে। আর 24 মাসের জন্য 5,000 টাকা করে EMI দিতে হবে।