Bajaj তার Pulsar N150 ও N160 মডেলের উপর থেকে কয়েকদিন আগে পর্দা সরিয়েছে। আর এবার ভারতে অফিসিয়াল ভাবে লঞ্চ হয়ে গেছে এই দুটি বাইক। এই মডেল দুটি লঞ্চ হওয়ায় পর Bajaj তার পুরনো একটি মডেলের আপডেটেড ভার্সন সম্পর্কে হিন্ট দিয়েছে। আসতে চলেছে Bajaj Pulsar NS200-এর আপডেটেড ভার্সন। এই বছর বেশ কয়েকটি আপডেটেড মডেল ভারতীয় বাজারে আসতে চলেছে।
200cc সেগমেন্টের দুর্দান্ত মডেল এটি। প্রতি লিটারে 40 কিলোমিটার মতো মাইলেজ দিতে পারে এই বাইক। এছাড়া এতে রয়েছে আধুনিক ফিচার্স। Bajaj Pulsar NS200-এর সুরক্ষার দিকে সম্পূর্ণ খেয়াল রেখেছে কোম্পানি। মাত্র 31 হাজার টাকায় এবার কিনে নিতে পারবেন আপনার পছন্দের বাইক।
Bajaj Pulsar NS200: ফিচার্স
এই বাইকের সামনে LED DRL দেওয়া হয়েছে। এছাড়া 4টি রাইডিং মোড রয়েছে- স্পোর্ট, রোড, রেইন আর অফ-রোড। এছাড়া 3 লেভেল ট্র্যাকশন কন্ট্রোল আর ডুয়াল চ্যানেল ABS রয়েছে।
Bajaj Pulsar NS200: ইঞ্জিন
এই বাইকে 199.5cc-র এয়ার কুল্ড শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা 9750 rpm-এ 24.5 Ps শক্তি ও 18.74 Nm টর্ক উৎপাদন করে।
Bajaj Pulsar NS200 মডেলর মাইলেজ
মাইলেজের দিক থেকে দারুণ একটি মডেল Bajaj Pulsar NS200। এতে 12 লিটারের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি রয়েছে। প্রতি লিটারে 40.36 কিলোমিটার মাইলেজ দিতে পারে এই বাইক।
Bajaj Pulsar NS200 baiker দাম
Bajaj Pulsar NS200-এর অন রোড দাম 1 লাখ 71 হাজার 745 টাকা। তবে এতে ফাইন্যান্স প্ল্যানের সুবিধা রয়েছে। সেক্ষেত্রে 31 হাজার 759 টাকা ডাউন পেমেন্ট করলে বাকি 1 লাখ 39 হাজার 986 টাকা লোন নিতে হবে। তাহলে 4 বছরের জন্য প্রতি মাসে 8 শতাংশ সুদের হারে 4 হাজার 83 টাকা করে EMI দিতে হবে।