Bike Loan

Bajaj Pulsar NS160: যুবকদের রাতের ঘুম কেড়েছে পালসার! স্টাইলিশ লুক সহ ভরপুর ফিচার, শোরুমে উপচে পড়ল ভিড়

Aindrila Dhani

Published on:

bajaj-pulsar-ns160-price-2024

Bajaj Pulsar NS160: বাজাজ অটোর বাইক বেশ জনপ্রিয়। যুবকদের মনে রীতিমতো রাজত্ব করে এই কোম্পানির পালসার সিরিজ। এবার শক্তিশালী ইঞ্জিন ও স্টাইলিশ লুক নিয়ে হাজির হয়েছে Bajaj Pulsar NS160। এটি ভিড়ের মধ্যেও সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম।

Bajaj Pulsar NS160 আপনারা হাইওয়ে ও শহরের রাস্তায় রাইড করতে পারবেন। এই বাইকের গ্রাফিক্স বেশ আকর্ষণীয়। এই বাইকে আপনারা আরামদায়ক রাইডিং উপভোগ করতে পারবেন। লম্বা সফরে গেলেও খুব একটা অসুবিধা হবে না। এই বাইকের হ্যান্ডেলিং ক্ষমতা বেশ ভালো।

   

Bajaj Pulsar NS160: লুক

Bajaj Pulsar NS160-র লুট ভীষণ আকর্ষণীয়। এর তীক্ষ্ণ ডিজাইন আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে যথেষ্ট। মাস্কুলার ট্যাঙ্ক ও অ্যাগ্রেসিভ হেড ল্যাম্প রাস্তায় সবার থেকে আলাদা করে দেয়। এই বাইকের গ্রাফিক্স কিন্তু দারুণ। সব মিলিয়ে এই বাইকের চেহারা স্টাইলিশ দেখাচ্ছে।

Bajaj Pulsar NS160: ইঞ্জিন

এই বাইকে 160সিসির শক্তিশালী ইঞ্জিনের ব্যবহার করেছে কোম্পানি। যা দুর্দান্ত পাওয়ার ও টর্ক জেনারেট করতে সক্ষম। এই বাইকে এয়ার কুল্ড টেকনোলজির ব্যবহার করা হয়েছে। ট্রাফিকে Bajaj Pulsar NS160 খুব সহজে এগিয়ে যেতে পারবে। হাইওয়েতেও ভালো পারফরম্যান্স দিতে সক্ষম বাজাজের এই বাইক। এই মডেলটির সাসপেনশন সিস্টেম ভালোভাবে কাজ করে।

Bajaj Pulsar NS160: স্পেসিফিকেশন

এই বাইকে আপনারা আরামদায়ক রাইডিং উপভোগ করতে পারবেন। সাসপেনশন সিস্টেম যথেষ্ট ভালোভাবে কাজ করে। এই বাইকের হ্যান্ডেলিং ক্ষমতা ভালো। যেকোনো মোড়ে সহজেই বাঁক ঘুরতে পারবেন। ব্রেকিং সিস্টেম সুরক্ষিত হওয়ার কারণে আপনাদের কোনো সমস্যা হবে না। আপনি যদি স্টাইল, কমফোর্ট আর পারফরম্যান্স একটি ভাইকেই চান, তাহলে Bajaj Pulsar NS160 কিনতে পারেন‌।