ভারতীয় বাজারে Bajaj Pulsar-এর চাহিদা দেখে Bajaj Auto নিয়ে এসেছে টপ কোয়ালিটির নতুন টু-হুইলার। এই কোম্পানি একাধিক সেগমেন্টে ইতিমধ্যে বাইক লঞ্চ করেছে। প্রতিটি বাইকেই দুর্দান্ত ফিচার্স আর স্পেসিফিকেশন রয়েছে। এখন 125cc সেগমেন্টে বাইকের চাহিদা বেড়েছে। তা দেখে Bajaj Auto নিয়ে এসেছে Bajaj Pulsar NS125।
Bajaj Pulsar NS125-এ দুর্দান্ত ফিচারস রয়েছে। এছাড়া এই বাইকে আপনারা পেয়ে যাবেন শক্তিশালী ইঞ্জিন। এই বাইকের দামও কিন্তু খুব একটা বেশি রাখেনি কোম্পানি। প্রায় 65 কিলোমিটার মাইলেজ দিতে পারে এই মডেল। জেনে নিন বিস্তারিত।
Bajaj Pulsar NS125: শক্তিশালী ইঞ্জিন ও মাইলেজ
এই বাইকে 124.5cc-র শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করেছে কোম্পানি। যা 8,500 rpm -এ সর্বাধিক 11.99 PS শক্তি ও 7,000 rpm -এ সর্বাধিক 11 Nm টর্ক উৎপাদন করতে পারে। এই বাইকে 12 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি রয়েছে। প্রতি লিটারে 64.75 কিলোমিটার মাইলেজ দিতে পারে Bajaj Pulsar NS125।
Bajaj Pulsar NS125: আধুনিক ফিচার
গ্রাহকদের সুবিধার জন্য এই বাইকে ব্র্যান্ডেড ফিচারের ব্যবহার করা হয়েছে। Bajaj Pulsar NS125 বাইকে ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, স্প্লিট সিট, লো ফুয়েল ইন্ডিকেটর, LED টেন লাইট, টুইন পাইলট লাইট, হ্যালোজেন হেড লাইট, ডিজিটাল ফুয়েল গেজ সহ বিভিন্ন ফিচার রয়েছে।
Bajaj Pulsar NS125 বাইকের দাম
এই বাইকে শক্তিশালী ইঞ্জিন আর আধুনিক ফিচারের পাশাপাশি আকর্ষণীয় ডিজাইন রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় বাজারে Bajaj Pulsar NS125-এর দাম শুরু হচ্ছে 1.06 লাখ টাকা থেকে। তবে এই মডেলের টপ ভেরিয়েন্টের দাম খানিকটা বেশি হবে।