কয়েক সপ্তাহ আগে Bajaj Pulsar NS400Z লঞ্চ হয়েছিল। এই মডেলের প্রাইস রেঞ্জ দেখে অনেকেই অবাক হয়েছেন। 2024 সালে দাঁড়িয়ে 2 লাখ টাকার মধ্যে 400cc মোটরসাইকেল, সত্যিই স্বপ্নের মত লাগে। এই দামি সেগমেন্টে সস্তায় মডেল লঞ্চ করে বাজাজ অন্যান্য কোম্পানিগুলির দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। এই প্রতিবেদনে Bajaj Pulsar NS400Z আর Bajaj Pulsar N250 মডেলের পার্থক্য নিয়ে আলোচনা করা হবে।
Bajaj Pulsar NS400Z বনাম Bajaj Pulsar N250: ইঞ্জিন
Bajaj Pulsar NS400Z বাইকে 373cc-র লিকুইড কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। যা 39.4 bhp শক্তি ও 35 Nm টর্ক উৎপাদন করে। এতে আপনারা চারটি রাইডিং মোড পেয়ে যাবেন- রোড, রেইন, স্পোর্ট আর অফ রোড।
অপরদিকে Bajaj Pulsar N250 মডেলে 249cc-র অয়েল কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। যা 24.1 bhp শক্তি ও 21.5 Nm টর্ক উৎপাদন করে। এতে ট্রাকশন কন্ট্রোল রয়েছে। এছাড়া তিনটি ABS মোড রয়েছে- রেইন, রোড আর অফ রোড।
Bajaj Pulsar NS400Z বনাম Bajaj Pulsar N250: দাম
Bajaj Pulsar NS400Z-এর এক্স শোরুম দাম 1.85 লাখ টাকা থেকে শুরু হয়েছে। অপরদিকে Bajaj Pulsar N250 আপনারা 1.51 লাখ টাকার (এক্স শোরুম) মধ্যে পেয়ে যাবেন। এই দুটি মডেলের মধ্যে 35 হাজার টাকার পার্থক্য রয়েছে। আপনারা চাইলে ফাইন্যান্স প্ল্যানে কিনতে পারবেন।
Bajaj Pulsar NS400Z বনাম Bajaj Pulsar N250: ফাইন্যান্স প্ল্যান
11 হাজার টাকার ন্যূনতম ডাউন পেমেন্ট করলে, 3 বছরের জন্য 10 শতাংশ হারে সুদ দিতে হবে। সেক্ষেত্রে Bajaj Pulsar NS400Z-এর জন্য প্রতিমাসে 7 হাজার 427 টাকা করে EMI জমা করতে হবে। অপরদিকে Bajaj Pulsar N250-র জন্য 6 হাজার টাকা করে EMI দিতে হবে।
1 হাজার টাকা অতিরিক্ত EMI দিলে আপনারা আরো বেশি শক্তিশালী ইঞ্জিন পেয়ে যাচ্ছেন। এছাড়া Bajaj Pulsar NS400Z-এ থাকছে প্রচুর ফিচার। এবার সিদ্ধান্ত আপনাদের Bajaj Pulsar NS400Z কিনবেন নাকি Bajaj Pulsar N250।