Bike Loan

Bajaj Pulsar N160: এই বাইকের উপর নজর সারা বিশ্বের! ঝাক্কাস ফিচার্স সঙ্গে তুখোড় লুকস, এক কথায় সেরা বাইক

Aindrila Dhani

Published on:

bajaj-pulsar-n160-new-features

2024 Bajaj Pulsar N160: Bajaj Auto ভারতীয় বাজারে স্বনামধন্য এক কোম্পানি। এই কোম্পানির একাধিক মডেল ভারতীয় রাস্তায় আপনারা দেখতে পেয়ে যাবেন। Bajaj Auto-র বাইক গ্রাহকদের বেশ পছন্দের। আবার গ্রাহকদের মন জিততে এই কোম্পানি লঞ্চ করেছে তাদের নতুন মডেল Bajaj Pulsar N160। এই সিরিজে ইতিমধ্যে একাধিক মডেল রয়েছে। যেগুলি বেশ ভালো মাত্রায় বিক্রি হয়েছে গত ফেব্রুয়ারিতে।

সম্প্রতি এই কোম্পানি ভারতে Bajaj Pulsar N160 লঞ্চ করেছে। এতে বেশকিছু নতুন ফিচার আপডেট করা হয়েছে। আপনি টাকা খরচ করে বাইক কিনতে চাইলে, নতুন Bajaj Pulsar N160 কিনতে পারেন।

Bajaj Pulsar N160: রং

এই বাইক নতুন পেইন্ট স্কিম ভারতীয় বাজারে লঞ্চ হয়েছে। এতে আপনারা গ্লসি রেসিং রেড পেয়ে যাবেন। এতে দুটো টোনের মিশ্রণ দেখতে পাবেন। Bajaj Pulsar N160-র নতুন রঙে লালের সাথে কালো যুক্ত করা হয়েছে। আর এর মধ্যে সাদা রঙের অ্যাকসেন্ট রয়েছে। নতুন Bajaj Pulsar N160-র লুক খানিকটা সম্প্রতি লঞ্চ হওয়া NS400Z-র মতো।

Bajaj Pulsar N160: হার্ডওয়্যার

Bajaj Pulsar N160-তে পুরোনো কনভেনশনাল টেলিস্কোপিক ইউনিটের পরিবর্তে নতুন USD ফোর্ক ব্যবহার করা হয়েছে। লেটেস্ট ভ্যারিয়েন্টে সাসপেনশন সোনালী রঙের মধ্যে রাখা হয়েছে। যা 2024 Bajaj Pulsar N160-র লুক আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে।

Bajaj Pulsar N160: ফিচার্স

Bajaj Pulsar N160-র সবথেকে বড় আপডেট হল এর ফিচার্স। এতে LED ইলুমিনেশন ছিল। এখন সম্পূর্ণ ডিজিটাল ইন্স্ট্রুমেন্ট কনসোল যুক্ত করা হয়েছে। এর সাথে স্মার্টফোন কানেক্টিভিটি, টার্ন বাই টার্ন নেভিগেশন, কল ও মেসেজ অ্যালার্ট ইত্যাদি রয়েছে। Bajaj Pulsar N160-তে ডুয়াল চ্যানেল ABS রয়েছে। এই বাইকে তিনটি রাইডিং মোড রয়েছে- রোড, রেইন ও অফ-রোড।

Bajaj Pulsar N160 বাইকের দাম

আগের তুলনায় Bajaj Pulsar N160-র দাম ছিল 6 হাজার 200 টাকা বৃদ্ধি পেয়েছে। এখন এই বাইকের দাম 1 লাখ 34 হাজার 693 টাকা।