Bike Loan

Bajaj Pulsar N150: বাইক বাজারে সোরগোল, তুফান মডেল নিয়ে বাজার কাঁপাবে পালসার! মাত্র 4 হাজার টাকার কিস্তি

Aindrila Dhani

Published on:

bajaj-pulsar-n150-emi-details

Bajaj Pulsar N150: বাজাজ অটো একটি বিখ্যাত অটোমোবাইল কোম্পানি। এই কোম্পানির প্রচুর মডেল আপনারা ভারতের রাস্তায় দেখতে পেয়ে যাবেন। এখন ফাইন্যান্স প্ল্যানে বাইক কেনা খুব সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু অনেকেই সঠিক প্ল্যানটি বেছে নিতে ভুল করেন। আজ আমরা আপনাদের Bajaj Pulsar N150 বাইকের একটি ফাইন্যান্স প্ল্যান সম্পর্কে জানাব। এই বাইকে একাধিক আধুনিক ফিচার্স রয়েছে। এছাড়া প্রতি লিটারে 48 কিলোমিটার মতো মাইলেজ দিতে পারে এটি।

   

বর্তমান সময়ে ভারতের বেশিরভাগ মানুষের কাছেই বাইক রয়েছে। যাঁদের কাছে নেই, তাঁদের মধ্য থেকে অনেকে বাইক কেনার কথা ভাবছেন। আপনারা যদি লোকাল এরিয়াতে যাওয়ার জন্য বাইকের খোঁজে থাকেন, তাহলে আজকের প্রতিবেদন আপনাদের কাজে লাগবে। স্টাইলিশ লুকের Bajaj Pulsar N150 বাইক দুর্দান্ত একটি মডেল। এতে ডিস্ক ব্রেক রয়েছে। এই বাইকটি বেশ ভালো মাইলেজ দিতে পারে। আপনারা বেশ কম দামেই এটি পেয়ে যাবেন। জেনে নিন বিস্তারিত।

Bajaj Pulsar N150: ইঞ্জিন ও পারফরম্যান্স

এই বাইকের ইঞ্জিন সম্পর্কে সবার প্রথমে কথা বলে নেব। Bajaj Pulsar N150-তে 149cc-র BS6 শক্তিশালী ইঞ্জিনেরব্যবহার করা হয়েছে।যা 14.3 Ps শক্তি ও 13.5 Nm টর্ক উৎপাদন করতে সক্ষম। মাইলেজের কথা বলতে গেলে, Bajaj Pulsar N150 প্রতি লিটারে 45 কিলোমিটার থেকে 50 কিলোমিটার মতো মাইলেজ দিতে পারে।

Bajaj Pulsar N150: ফিচার্স

এই বাইকে বেশ কিছু নতুন ফিচার পেয়ে যাবেন‌। এতে ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, ডিস্ক ব্রেক, সিঙ্গেল চ্যানেল এবিএস, ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল অডোমিটার, এলইডি লাইট, এলইডি হেডলাইট, এলইডি ইন্ডিকেটর, সাইড স্ট্যান্ড আরাউন্ড এক্সিডেন্ট, সেল্ফ স্টার্ট ও অন্যান্য সুপার ফিচার পেয়ে যাবেন।

Bajaj Pulsar N150: দাম

বাইকটির দামের কথা বলতে গেলে, Bajaj Pulsar N150-র এক্স শোরুম দাম 1.24 লাখ টাকা। আপনি চাইলে EMI করতে পারেন সেক্ষেত্রে আপনাকে 36 মাসের জন্য 9.7% সুদের হারে 4,213 টাকা জমা করতে হবে প্রতি মাসে।