Bike Loan

Bajaj Pulsar N125: বাজারে মাতাবে বাজাজ পালসার! ফিচারে ঠাসা বাইকের দাম কত?

Aindrila Dhani

Published on:

bajaj-pulsar-n125-launching-soon-2024

বাজাজ অটো তাদের নতুন কমিউটার মোটরসাইকেল টেস্টিং করা শুরু করেছে। এটি নতুন Bajaj Pulsar N125 হতে পারে। বাজাজ ইতিমধ্যে N150, N160 ও N250 বাজারে বিক্রি করছে। এবার প্রিমিয়াম কোয়ালিটির 125cc কমিউটার মোটরসাইকেল Pulsar N সিরিজে যুক্ত হতে পারে।

Bajaj Pulsar N125 সম্ভবত Pulsar N150-র প্ল্যাটফর্ম অনুসরণে তৈরি করা হয়েছে। অর্থাৎ এই বাইকে ডায়মন্ড ফ্রেম, টেলিস্কোপিক ফোর্ক ও মোনোশক সাসপেনশন দেখতে পাব। সম্প্রতি এই মডেলের স্পাই শট সামনে এসেছে। Bajaj Pulsar N150-র মতো একই 17 ইঞ্চির অ্যালয় হুইল এতে ব্যবহার করা হয়েছে। এই বাইকের সামনের চাকায় ডিস্ক ব্রেক আর পিছনের চাকায় ড্রাম ব্রেক রয়েছে।

Bajaj Pulsar N125-এর ডিজাইন Bajaj Pulsar N150-র মত রাখা হতে পারে। তবে এই মডেলের প্রজেক্টর LED হেডলাইট থাকবে না। এতে মাল্টি রিফ্লেক্টর LED ইউনিট থাকতে পারে। এই বাইকে শার্প এক্সটেনশন ফুয়েল ট্যাঙ্ক থাকবে। যা এর লুকটিকে মাস্কুলার করে তুলবে। Bajaj Pulsar N125-র স্পোর্টি ডিজাইন আপনাদের ভালো লাগবে বলেই আশা করা যাচ্ছে। এই বাইকে LED লাইট, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার আর ব্লুটুথ কানেক্টিভিটি থাকবে। এছাড়া এতে নেভিগেশন পেয়ে যেতে পারেন।

Hero তার প্রোডাকশন বাড়াতে চলেছে। এবার থেকে প্রতি মাসে 25 হাজার ইউনিট করে প্রোডাকশন হবে। বহু যুবক 125cc সেগমেন্টের বাইক কিনতে চাইছেন। এতে আপনার স্টাইল আর ফিচার দুটোই পাবেন। Bajaj Pulsar N125 লঞ্চের পর অনেক কোম্পানি জোরদার টক্করের মুখোমুখি হবে।