Bike Loan

Bajaj Pulsar N125: দীর্ঘ প্রতীক্ষার অবসান, বাজারের সেরা লুক! রাজকীয় এন্ট্রি নিচ্ছে নতুন পালসার, ফিচার্স দেখলে কপালে উঠবে চোখ

Aindrila Dhani

Published on:

bajaj-pulsar-n125-bike-2024

Bajaj Pulsar N125: আগামী কয়েক মাসের মধ্যেই লঞ্চ হতে চলেছে Bajaj Pulsar N125। কিন্তু তার আগে আরও একবার টেস্টিং করতে ধরা পড়েছে এই বাইক। এই বাইকটি TVS Raider-কে টক্কর দিতে পারে। এটি 125cc সেগমেন্টের কমিউটার বাইক।

Bajaj Pulsar N125: ডিজাইন

সবার প্রথমে আমরা এই কমিউটার বাইকের ডিজাইন সম্পর্কে কথা বলব। এটি কনভেনশনাল 125cc কমিউটার মডেলের তুলনায় দেখতে বড়। এতে এক্সটেনশন সহ বড় ট্যাঙ্ক থাকবে। সাসপেনশনের কথা বলতে গেলে, এই বাইকে আপনারা টেলিস্কোপিক ফোর্ক দেখতে পেয়ে যাবেন। এছাড়া এলইডি হেডলাইট বেশ পরিষ্কারভাবে ডিজাইন করা হয়েছে। এই লাইটিংয়ের সাইজ বাইকটির সৌন্দর্য আরো বৃদ্ধি করেছে। এর সাইট প্যানেলে ক্রিজ লাইন রয়েছে। আপনারা এতে টুইন এলইডি টেইল লাইট দেখতে পাবেন। এর ফলে অন্যান্য বাজাজ পালসার মডেলের তুলনায় এই বাইকটির লুক বেশ খানিকটা আলাদা।

   

Bajaj Pulsar N125: ফিচার্স

ফিচারের কথা বলতে গেলে, কোম্পানি এই বাইকে ডিজিটাল রিভার্স এলসিডি যুক্ত করেছে। এছাড়া এর টপ ভ্যারিয়েন্টে ব্লুটুথ কানেক্টিভিটি পেয়ে যাবেন। বাইকে টেলিস্কোপিক ফোর্কের পাশাপাশি পেয়ে যাবেন মনোশক সাসপেনশন। এটি 17 ইঞ্চির চাকায় রাইড করবে। সুরক্ষার জন্য, সামনের চাকায় সিঙ্গেল ডিস্ক ব্রেক আর পিছনের চাকায় ড্রাম ব্রেকের ব্যবহার করা হয়েছে। এই মডেলে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম থাকতে পারে।

Bajaj Pulsar N125: ইঞ্জিন

এই বাইকের ইঞ্জিন সম্পর্কে বাজাজ কোন তথ্য সামনে আনেনি। তবে আশা করা যাচ্ছে, Pulsar N150-র তুলনায় খানিকটা ছোট হতে পারে। এতে ফিউল এফিশিয়েন্সি থাকবে।

Bajaj Pulsar N125: দাম

Bajaj Pulsar N125-র দাম Hero Xtreme 125R এবং TVS Raider-এর মতো হবে।