Bajaj Pulsar N125: ভারতে এখন 125cc সেগমেন্টের রমরমা। বিশেষতঃ পূর্ব ভারতীয় অঞ্চলের বিহার রাজ্যে এই ধরনের বাইকের চাহিদা খুব দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। এবার Bajaj Auto এই সেগমেন্ট নতুন মডেল নিয়ে এসেছে। আমরা কথা বলছি Bajaj Pulsar N125-এর সম্পর্কে। এতে আপনারা ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার পেয়ে যাবেন। এই বাইক প্রতি লিটারে 50 কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম। এর দাম জানেন কত? শুনলে অবাক হয়ে যাবেন।
এটি কনভেনশনাল 125cc কমিউটার মডেলের তুলনায় দেখতে বড়। এতে এক্সটেনশন সহ বড় ট্যাঙ্ক থাকবে। সাসপেনশনের কথা বলতে গেলে, এই বাইকে আপনারা টেলিস্কোপিক ফোর্ক দেখতে পেয়ে যাবেন। এছাড়া এলইডি হেডলাইট বেশ পরিষ্কারভাবে ডিজাইন করা হয়েছে। এই লাইটিংয়ের সাইজ বাইকটির সৌন্দর্য আরো বৃদ্ধি করেছে। এর সাইট প্যানেলে ক্রিজ লাইন রয়েছে। আপনারা এতে টুইন এলইডি টেইল লাইট দেখতে পাবেন। এর ফলে অন্যান্য বাজাজ পালসার মডেলের তুলনায় এই বাইকটির লুক বেশ খানিকটা আলাদা।
Bajaj Pulsar N125: ইঞ্জিন
Bajaj Pulsar N125-এর ইঞ্জিনের কথা বলতে গেলে, এতে রয়েছে 124.45cc-র শক্তিশালী DTS-i ইঞ্জিন। যা 8500 rpm-এ 11.8 bhp শক্তি এবং 7000 rpm-এ 11 Nm টর্ক উৎপন্ন করে। কোম্পানি দাবি করেছে, এই বাইক প্রতি লিটারে 46.9 কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম।
Bajaj Pulsar N125: ফিচার্স
ফিচারের কথা বলতে গেলে, কোম্পানি এই বাইকে ডিজিটাল রিভার্স এলসিডি যুক্ত করেছে। এছাড়া এর টপ ভ্যারিয়েন্টে ব্লুটুথ কানেক্টিভিটি পেয়ে যাবেন। বাইকে টেলিস্কোপিক ফোর্কের পাশাপাশি পেয়ে যাবেন মনোশক সাসপেনশন। এটি 17 ইঞ্চির চাকায় রাইড করবে। সুরক্ষার জন্য, সামনের চাকায় সিঙ্গেল ডিস্ক ব্রেক আর পিছনের চাকায় ড্রাম ব্রেকের ব্যবহার করা হয়েছে। এই মডেলে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম থাকতে পারে।
Bajaj Pulsar N125: দাম
এই বাইকের এক্স শোরুম দাম শুরু হয়েছে 94 হাজার 707 টাকা থেকে। তবে মাত্র 11 হাজার টাকা ডাউন পেমেন্ট করে এটি বাড়ি আনতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে 9.7 শতাংশ সুদের হারে 3 বছরের জন্য প্রতি মাসে 3 হাজার 143 টাকা করে কিস্তি দিতে হবে।