Bike Loan

Bajaj Pulsar AS150: গরিবের প্রিয় বাইক হাতের মুঠোয়! নেই EMI-এর টেনশন, পকেটে মাত্র 37 হাজার টাকা থাকলেই বাইক ঘরে

Aindrila Dhani

Published on:

bajaj-pulsar-as150-used-bike

Bajaj Pulsar AS150 : বাইক কেনার শখ রয়েছে! কিন্তু মূল্যবৃদ্ধির বাজারে এই শখ আর পূরণ হয়েঠছে না! চিন্তা করবেন না। মধ্যবিত্ত মানুষের জন্য আজ নিয়ে এসেছি দারুণ একটা অফার। মাত্র 37 হাজার টাকা দিয়ে Bajaj Pulsar AS150 বাড়ি নিয়ে যেতে পারবেন।

ভারতীয় বাজারে অটোমোবাইল সেক্টর রমরমিয়ে ব্যবসা করছে। প্রতিনিয়ত জিনিসের দাম বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে অনেকেই ঋণের বোঝা মাথায় নিতে চায় না। ফলে ফাইন্যান্স প্ল্যানে বাইক তারা কেনে না। তবে লোন না নিয়েও খুব কম দামে বাড়ি নিয়ে যেতে পারবেন বাজাজের এই বাইকটি।

   

Bajaj Pulsar AS150: মাইলেজ

এই বাইকে 149সিসির শক্তিশালী ইঞ্জিনের ব্যবহার করেছে কোম্পানি। যা 14 পিএস শক্তি ও 13 এনএম টর্ক উৎপাদন করতে পারে। আবার মাইলেজের দিক থেকেও বেশ ভালো এই মডেলটি। প্রতি লিটার পেট্রোলে 65 কিলোমিটার মাইলেজ দিতে পারে Bajaj Pulsar AS150।

কীভাবে 37 হাজার টাকায় কিনবেন Bajaj Pulsar AS150?

ভারতীয় বাজারে সেকেন্ড হ্যান্ড বাইকের চাহিদা দ্রুত হারে বৃদ্ধি পেয়ে চলেছে। গত 2 বছর ধরে যে হারে পেট্রোলের দাম বেড়েছে, তা দেখে মানুষ বেশি মাইলেজের সেকেন্ড হ্যান্ড মডেল কিনতেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন। এমন পরিস্থিতিতে আপনিও যদি সেকেন্ড হ্যান্ড মডেল কিনতে চান তবে Bajaj Pulsar AS150 কিনতে পারেন। এই বাইকটির পুরনো মডেল মাত্র 37 হাজার টাকায় উপলব্ধ রয়েছে।

Bikedekho ওয়েবসাইটে এই মডেলটি বিক্রির জন্য উপলব্ধ করা হয়েছে। মডেলটি 2015 সালের পুরনো। এখনও পর্যন্ত 18 হাজার কিলোমিটার পর্যন্ত এটি চালানো হয়েছে। মাত্র 37 হাজার টাকায় এটি কিনতে পারেন। এর কন্ডিশন ভালো আছে। তবে কেনার আগে নিজেরা যাচাই করে নেবেন। আমাদের ওয়েবসাইট কোন কিছুর জন্য দায়িত্ব থাকবে না।