Bajaj Pulsar 400: সম্ভবত 2024 এর মার্চ মাসে লঞ্চ হচ্ছে পারে Bajaj Pulsar 400। Bajaj Pulsar 400 মডেলে Dominor 400 মডেলের মতো একই ইঞ্জিন থাকতে পারে। এতে 373cc ইঞ্জিন পেয়ে যাবেন আপনারা। এছাড়া থাকবে ফুল LED লাইটিং আর ফুল ডিজিটাল ক্লাস্টার। আর কী কী ফিচার থাকবে Bajaj Pulsar 400 বাইকে? কত দাম হবে এই মডেলের? জেনে নিন আজকের প্রতিবেদনে।
Bajaj Pulsar 400 খুব শীঘ্রই ভারতে লঞ্চ হবে। এই বাইকের মতোই অন্য কয়েকটি মডেল হল- Honda Hness CB350, Hero Mavrick 440, KTM 125 Duke। যদিও KTM 125 Duke এখনও ভারতের লঞ্চ হয়নি, 2024 এর মার্চে এটি লঞ্চ হওয়ার কথা। এই বাইকে Dominor 400 এর মতো একই ফ্রেম থাকতে পারে। তবে ওজনের দিক থেকে Dominor 400 এর থেকে হালকা হতে পারে Bajaj Pulsar 400। আপনি তো জানিয়ে রাখি, Dominor 400 এর ওজন 193 কিলোগ্রাম।
Bajaj Pulsar 400 বাইকের ডিজাইন ও লুকস
এই বাইকে সার্প ও এগ্রেসিভ লাইন রয়েছে। এটি NS অথবা RS রেঞ্জের মতো হতে পারে। এর সামনে গোলাকার হেডলাইট দেখতে পেয়ে যাবেন আপনারা। Dominor 400 এর মতো একই ফ্রেম থাকতে পারে এই মডেলে।
Bajaj Pulsar 400 বাইকের ইঞ্জিন ও পারফরমেন্স
এই বাইকে Dominor 400 এর মতো 373cc লিকুইড কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন থাকতে পারে। যা 39.4 bhp শক্তি ও 35 Nm টর্ক উৎপাদন করতে পারে। তবে টিউন এর দিক থেকে খানিকটা আলাদা হতে পারে।
Bajaj Pulsar 400 বাইকের ফিচার্স
এই বাইকে ডুয়েল চ্যানেল ABS, ফুল LED লাইটিং, ফুল ডিজিটাল ক্লাসটার থাকবে। হার্ডওয়্যারের কথা বলতে গেলে, Bajaj Pulsar 400 মডেলে ইনভার্টেড ফোর্কস আর মনোশক সাস্পেনশন থাকতে পারে। এই বাইকের দুদিকেই ডিস্ক ব্রেক থাকতে পারে।
Bajaj Pulsar 400 বাইকের প্রতিদ্বন্দ্বী
2024 এ লঞ্চ হওয়ার পর এই মডেলটি TVS Apache RTR 310, KTM 390 Duke ও BMW G310R-এর সাথে প্রতিযোগিতা করবে। তবে এটা যদি ফুল ফেয়ার্ড লুকে লঞ্চ হয় তাহলে TVS Apache RR 310, KTM RC 200 ও BMW G310 RR মডেলের সাথে প্রতিযোগিতা করতে পারে।
Bajaj Pulsar 400 বাইকের দাম
Bajaj Pulsar 400 বাইকটির সম্ভাব্য দাম 2 লাখ টাকা থেকে 2 লাখ 10 হাজার টাকার মধ্যে হতে পারে।