Bike Loan

এবার দাপট দেখাবে বাজাজ! চোখ ধাঁধানো সব ফিচার নিয়ে Pulsar 250F

Bajaj Pulsar 250F Launch Date: Bajaj-এর Pulsar 250F জনপ্রিয় একটি মডেল। এবার কোম্পানির তরফ থেকে এই মডেলটিকে নতুন লুকে লঞ্চ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এতে আপনারা শক্তিশালী ইঞ্জিন আর দুর্দান্ত ফিচার্স পেয়ে যাবেন। জেনে নিন বিস্তারিত।

Bajaj Pulsar 250F-এর শক্তিশালী ইঞ্জিন

সবার প্রথমে Bajaj Pulsar 250F-এর ইঞ্জিন ও পারফরম্যান্স নিয়ে কথা বলব। এই বাইকে 249সিসির এয়ার কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। এতে VVA টেকনোলজির ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিন 24 bhp শক্তি ও 20 Nm টর্ক উৎপাদন করে।

Bajaj Pulsar 250F-র ঝাক্কাস ফিচার্স

Bajaj Pulsar 250F-এ ঝাক্কাস কিছু ফিচার যুক্ত করেছে কোম্পানি। এই বাইকে ইন্স্ট্রুমেন্ট ক্লাস্টারের ব্যবহার করা হয়েছে। এতে অ্যানালগ ডায়াল, সেমি ডিজিটাল ইন্স্ট্রুমেন্ট কনসোল, স্পিডোমিটার, ফুয়েল লেভেল ইন্ডিকেটর আর ডিজিটাল স্ক্রিনের মতো ফিচার্স রয়েছে। এছাড়া সুরক্ষার কথা ভেবে কোম্পানি Bajaj Pulsar 250F-এ সিঙ্গেল চ্যানেল অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেমের ব্যবহার করেছে। এর পাশাপাশি সামনের ও পিছনের চাকায় ডিস্ক ব্রেক রয়েছে। এতে আপনারা দারুন মাইলেজ ও স্পিড পেয়ে যাবেন।

Bajaj Pulsar 250F-এর দাম

এই মডেলের সম্পর্কে খুব একটা তথ্য সামনে আনেনি কোম্পানি। তবে ইঞ্জিনের দিকে খেয়াল করলে Bajaj Pulsar 250F -এর আনুমানিক দাম 1 লাখ 80 হাজার টাকার আশেপাশে হতে পারে। এতে দুর্দান্ত মাইলেজ, শক্তিশালী ইঞ্জিন আর আকর্ষণীয় ফিচারের পাশাপাশি দমদার লুক পেয়ে যাবেন।