Bike Loan

লেজেন্ডের পুনর্জন্ম! ভোল বদলে নতুন রুপে জনপ্রিয় বাইক Bajaj Pulsar 220 F

Bajaj Pulsar 220 F: Bajaj Auto ভারতের একটি বিখ্যাত কোম্পানি। এই কোম্পানির বাইক ভারতীয় বাজারে বেশ পছন্দ করা হয়ে থাকে। এই কোম্পানির বাইকের ফিচার থেকে শুরু করে ডিজাইন গ্রাহকদের বেশ ভালো লাগে।

আপনারা কি নতুন বাইক কেনার কথা ভাবছেন? Bajaj Auto নিয়ে এসেছে নতুন মোটরসাইকেল – Bajaj Pulsar 220 F। এই মোটরসাইকেলে শক্তিশালী ইঞ্জিনের পাশাপাশি দুর্দান্ত ফিচার্স দেওয়া হয়েছে। জেনে নিন বিস্তারিত।

Bajaj Pulsar 220 F এর ইঞ্জিন

এই মডেলটি আগে একবার লঞ্চ করা হয়েছিল।‌ কিন্তু 2022 সালের এপ্রিলে Bajaj Pulsar 220 F কে বন্ধ করে দেওয়া হয়। এবার নতুন আপডেট সহ লঞ্চ হতে চলেছে এই বাইক। এতে 220cc-র BS6 ফেজ 2 এয়ার কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। যা 20 bhp শক্তি ও 18.5 Nm টর্ক উৎপাদন করে। Bajaj Pulsar 220 F বাইকে ইঞ্জিনের সাথে রয়েছে 5 স্পিড গিয়ার বক্স। এছাড়া এটি E-20 মোটরসাইকেল।‌ ফলে পেট্রোলের পিছনে আপনাদের তুলনামূলক কম খরচ হবে। এই মডেলটি প্রতি লিটারে 40 কিলোমিটার মাইলেজ দিতে পারে। এটি প্রতি ঘন্টায় 134 কিলোমিটার বেগে ছুটতে পারে।

Bajaj Pulsar 220 F-এর রং

এই বাইকে আপনারা 3 টি রঙের অপশন পেয়ে যাবেন। যথা :- ব্ল্যাক ব্লু, ব্ল্যাক রেড ও ব্ল্যাক সিলভার।

Bajaj Pulsar 220 F মডেলের ফিচার্স ও সাসপেনশন

সুরক্ষার জন্য এই বাইকের সামনের ও পিছনের চাকায় যথাক্রমে 280 মিলিমিটার ও 230 মিলিমিটারের ডিস্ক ব্রেক রয়েছে। এই বাইকের সামনে টেলিস্কোপিক সাসপেনশন আর পিছনে এডজাস্টেবল নিট্রক্স সাসপেনশন রয়েছে।‌ এই বাইকে 17 ইঞ্চির টিউবলেস টায়ার রয়েছে। এছাড়া এই বাইকে 55 ওয়াটের প্রজেক্টর ল্যাম্প রয়েছে।

Bajaj Pulsar 220 F-এর দাম

Bajaj Pulsar 220 F -এর দাম শুরু হচ্ছে 1.40 লাখ টাকা।