Bike Loan

Bajaj Pulsar 150: লাখো যুবকের ক্রাশ পালসার এখন হাতের নাগালেই! পকেটে 15 হাজার টাকা থাকলেই কেল্লাফতে

Aindrila Dhani

Published on:

bajaj-pulsar-150-at-low-budget-2024

ভারতীয় টু-হুইলার মার্কেটে এন্ট্রি লেভেল স্পোর্টস বাইকের চাহিদা খুব বেশি। এই সেগমেন্টে Hero, Bajaj ও Honda-র মতো কোম্পানিদের বাইক রয়েছে। আজ আমরা Bajaj Pulsar 150-র সম্পর্কে কথা বলব। জেনে নিন বিস্তারিত।

Bajaj Pulsar 150 প্রতি লিটারে 48 কিলোমিটার মতো মাইলেজ দিতে পারে‌। আপনি এন্ট্রি লেভেল স্পোর্টস বাইক কেনার কথা ভাবছেন? কিন্তু বাজেটের জন্য পারছেন না! এবার মাত্র 15 হাজার জায়গায় কিনতে পারবেন Bajaj Pulsar 150। নেই কোন EMI-এর ঝামেলা।

   

Bajaj Pulsar 150-র ইঞ্জিন

সবার প্রথমে আমরা এই বাইকের ইঞ্জিনের সম্পর্কে কথা বলব। Bajaj Pulsar 150-তে 149.5cc-র 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিন সর্বাধিক 14 Ps শক্তি ও 13.25 Nm টর্ক উৎপাদন করে। এই বাইক প্রতি লিটারে 47.5 কিলোমিটার মতো মাইলেজ দিতে পারে।

Bajaj Pulsar 150-র ফিচার্স

এই বাইকের সামনে ও পিছনে যথাক্রমে 31 মিলিমিটারের টেলিস্কোপিক কনভেনশনাল ফোর্ক ও টুইন শক অ্যাবজর্ভার রয়েছে। এছাড়া সুরক্ষার জন্য সিঙ্গেল চ্যানেল ABS দেওয়া হয়েছে। Bajaj Pulsar 150-র সামনের ও পিছনের চাকায় ডিস্ক ব্রেকের ব্যবহার করা হয়েছে। এই বাইকে 17 ইঞ্চির অ্যালয় হুইল আছে। এতে টিউবলেস টায়ারের ব্যবহার করা হয়েছে। এই বাইকে সেমি ডিজিটাল ইন্স্ট্রুমেন্ট ক্লাস্টার পেয়ে যাবেন। এতে ডিজিটাল ওডোমিটার, ডিজিটাল স্পিডোমিটার, ফুয়েল গেজ, হ্যাজার্ড ওয়ার্নিং ইন্ডিকেটর, স্ট্যান্ড এলার্ম, এনালগ ট্যাকোমিটার ইত্যাদি রয়েছে।

Bajaj Pulsar 150-র দাম

ভারতীয় বাজারে Bajaj Pulsar 150-র এক্স শোরুম দাম 1.10 লাখ টাকা থেকে 1.15 লাখ টাকার মধ্যে। এই বাইকের 2010 সালের মডেল সম্প্রতি Olx-এ বিক্রির জন্য লিস্টিং করা হয়েছে। এটি 50 হাজার কিলোমিটার পর্যন্ত চালানো হয়েছে। মালিক এই বাইকটিকে 15 হাজার টাকায় বিক্রি করবে‌ন।

অপরদিকে Bajaj Pulsar 150-র 2014 সালের মডেল একই ওয়েবসাইটে বিক্রির জন্য লিস্টিং করা হয়েছে। মডেলটি 28 হাজার 500 কিলোমিটার পর্যন্ত চালানো হয়েছে। এটি 32 হাজার 500 টাকায় উপলব্ধ।