Bajaj Pulsar 125: আপনি কি Bajaj Shine ব্যবহার করেন? বা কেনার প্ল্যান করছেন! Bajaj Auto নিয়ে এসেছে নতুন বাইক। এর ব্যপারে জানলে আর Shine ভালো লাগবে না।
ভারতে এখন 125cc সেগমেন্টের রমরমা। বিশেষতঃ পূর্ব ভারতীয় অঞ্চলের বিহার রাজ্যে এই ধরনের বাইকের চাহিদা খুব দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। এবার Bajaj Auto এই সেগমেন্ট নতুন মডেল নিয়ে এসেছে। আমরা কথা বলছি Bajaj Pulsar 125-এর সম্পর্কে। এতে আপনারা ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার পেয়ে যাবেন। এই বাইক প্রতি লিটারে 51 কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম। এর দাম জানেন কত? শুনলে অবাক হয়ে যাবেন।
Bajaj Pulsar 125 বাইকের ফিচার্স
সবার প্রথমে আমরা Bajaj Pulsar 125-এর ফিচার্স সম্পর্কে কথা বলব। এতে ডিজিটাল ইন্স্ট্রুমেন্ট ক্লাস্টার, ডিজিটাল ট্রিপ মিটার, ডিজিটাল ওডোমিটার, ফিউল স্পিডের মতো সুবিধা রয়েছে।
Bajaj Pulsar 125 বাইকের ইঞ্জিন
এবার আমরা Bajaj Pulsar 125-এর শক্তিশালী ইঞ্জিন সম্পর্কে কথা বলব। এই বাইকে 125cc-র সিঙ্গেল সিলিন্ডার, গোল্ড ইঞ্জিন ব্যবহার করেছে কোম্পানি। এই শক্তিশালী ইঞ্জিন 11.8 bhp শক্তি ও 10.8 Nm টর্ক উৎপাদন করে।
Bajaj Pulsar 125 বাইকের মাইলেজ
যেকোনো বাইকের ক্ষেত্রে মাইলেজ ভীষণ গুরুত্বপূর্ণ। তার মধ্যে পেট্রোলের যে হারে দাম বাড়ছে, তাই মানুষ বেশি মাইলেজের বাইক কিনতেই পছন্দ করছেন। Bajaj Pulsar 125 প্রতি লিটারে 51 কিলোমিটার মাইলেজ দিতে পারে।
Bajaj Pulsar 125 বাইকের দাম
বাইক কেনার আগে দাম জানা থাকলে অনেকটা উপকার হয়। Bajaj Pulsar 125-এর এক্স শোরুম দাম 1.25 লাখ টাকা। আপনারা নগদে কিনতে না চাইলে ফাইন্যান্স প্ল্যানেরও সুবিধা পেয়ে যাবেন। সেক্ষেত্রে 84,784 টাকা ঋণের জন্য 36 মাসে 9.7% হারে প্রতি মাসে 2,737 টাকা থেকে শুরু হয়। বিস্তারিত জানতে নিকটবর্তী ডিলারশিপে যোগাযোগ করুন।