Bike Loan

Bajaj Platina: 30 হাজারে মাইলেজের ফুল ডোজ! সস্তায় কিনে ফেলুন বাজাজ প্লাটিনা

Aindrila Dhani

Published on:

bajaj-platina-at-cheap-price

মানুষ বাইক কেনার সময় তার লুকের পাশাপাশি মাইলেজ, ফিচার্স সহ অন্যান্য দিকেও খেয়াল রাখেন। আপনি যদি কমিউটার সেগমেন্টে নতুন বাইক কিনতে চান, এতে একাধিক বিকল্প পেয়ে যাবেন।‌ বেশকিছু মডেলে তো ভালো মাইলেজ ও পেয়ে যাবেন।‌ আজ আপনাদের বাজেটে দারুন একটি মডেলের খোঁজ নিয়ে এসেছি।

কমিউটার বাইক সেগমেন্টে বাজাজ প্লাটিনা বিখ্যাত একটি নাম। কোম্পানি এই মডেলে ভালো মাইলেজ অফার করেছে। এর নজরকাড়া লুক রাস্তায় সবার দৃষ্টি আকর্ষণ করবে। এছাড়া দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে থাকে এই বাইক। এটি প্রতি লিটারে 70 কিলোমিটার মাইলেজ দেয়।‌

Bajaj Platina-র ইঞ্জিন ও পারফরম্যান্স

বাজাজ প্লাটিনার ইঞ্জিন সম্পর্কে বলতে গেলে, এতে 102cc-র সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা সর্বাধিক 7.9 Ps শক্তি ও 8.3 Nm টর্ক উৎপাদন করে।‌ এতে 11 লিটারের ফুয়েল ট্যাঙ্ক রয়েছে।‌ বাজাজ প্লাটিনা প্রতি লিটারে 70 কিলোমিটার মাইলেজ দিতে পারে। এছাড়া এতে ড্রাম ব্রেকের ব্যবহার করা হয়েছে।

ভারতীয় বাজারে বাজাজ প্লাটিনার দাম

ভারতীয় বাজারে বাজাজ প্লাটিনার এক্স শোরুম দাম 67 হাজার 808 টাকা।‌ তবে আপনারা এর থেকে সস্তায় এই বাইক পেয়ে যাবেন।

বাজাজ প্লাটিনার অফার

বর্তমানে অনেকেই সেকেন্ড হ্যান্ড মডেল কিনতে পছন্দ করেন। আসলে অনেক সস্তায় প্রায় নতুনের মতো মডেল পাওয়া যায়। সম্প্রতি Olx-এ এই বাইকের 2012 সালের মডেল বিক্রির জন্য লিস্টিং করা হয়েছে। এর কন্ডিশন ভালোই। এটি 44 হাজার কিলোমিটার চালানো হয়েছে। এই মডেল 25 হাজার টাকায় বিক্রি করবেন তার মালিক।

বাজাজ প্লাটিনার 2014 সালের আরেকটি মডেল Olx-এ বিক্রির জন্য লিস্টিং করা হয়েছে। এটি 44 হাজার কিলোমিটার পর্যন্ত চালানো হয়েছে। এর দাম 30 হাজার টাকা রাখা হয়েছে।