Bike Loan

Bajaj Dominar 400: বাজাজের এই বাইক মন জয় করবে চালকদের! পকেটের চাপ কমিয়ে 9 হাজারের কিস্তি, ফিচারে হুঁশ উড়ছে সবার

Aindrila Dhani

Published on:

bajaj-dominar-400-emi-plan

Bajaj Dominar 400: ভারতীয় বাজারে বাজাজ তার সবথেকে শক্তিশালী বাইক লঞ্চ করে দিয়েছে। স্পিড থেকে মাইলেজ সব মন ভালো করে দেবে আপনার। 2.5 লাখ টাকারও কমে এই বাইক আপনারা পেয়ে যাবেন।

আজকের প্রতিবেদনে আমরা Bajaj Dominar 400-এর সম্পর্কে কথা বলছি। রাইডাররা লং ড্রাইভে যাওয়ার জন্য এই বাইক বেছে নিতে পারেন। এতে যেমন আরামদায়ক রাইডিং উপভোগ করতে পারবেন তেমনই দুর্ধর্ষ পারফরম্যান্সের মজা লুটতে পারবেন। ডুয়াল চ্যানেল ABS আর ডিস্ক ব্রেক রয়েছে এতে।

Bajaj Dominar 400 বাইকের ফিচার্স

বাজাজ তার Bajaj Dominar 400-এ রেগুলার ইন্সট্রুমেন্ট প্যানেলের সাথে দুটি বড় টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেমের ব্যবহার করা হয়েছে। এতে আপনারা স্পিড, মাইলেজ, RPM, ফিউল লেভেল, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর অ্যালার্ট, ইন্সট্রুমেন্ট ক্লাস্টার আর‌ USB চার্জিং পোর্টের মতো ফিচার্স পেয়ে যাবেন।

Bajaj Dominar 400: ডাইমেনশন

এই বাইকের কার্ব ওয়েট 193 কেজি। আর এই বাইকের সিটের উচ্চতা 800 মিলিমিটার। এছাড়া Bajaj Dominar 400-এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স 157 মিলিমিটার।

Bajaj Dominar 400: ইঞ্জিন

এই বাইকে 373.3cc-র লিকুইড কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার, ফিউল ইনজেকটেড পেট্রোল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে।‌ যা 8000 rpm-এ 39.42 bhp শক্তি ও 6500 rpm-এ 35 Nm টর্ক উৎপাদন করে। এই ইঞ্জিনের সাথে 6 স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স রয়েছে।

Bajaj Dominar 400 বাইকের মাইলেজ

এই বাইকে 13 লিটারের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি রয়েছে। ARAI অনুসারে, Bajaj Dominar 400 প্রতি লিটারে 30 কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম।‌ তবে গ্রাহকরা জানিয়েছেন, এই বাইক প্রতি লিটারে 29 কিলোমিটার মতো মাইলেজ দিতে পারে। এর রাইডিং রেঞ্জ 373 কিলোমিটার।‌

Bajaj Dominar 400: দাম

দামের কথা বলতে গেলে, Bajaj Dominar 400-এর অন রোড দাম 2.31 লাখ টাকা। তবে 14 হাজার 32 টাকা ডাউন পেমেন্ট করলে 10 শতাংশ সুদের হারে 3 বছরের জন্য 9 হাজার 628 টাকা EMI দিতে হবে।