Bike Loan

জমকালো রূপে ধামাকাদার এন্ট্রি! বিরাট চাপে Bajaj Platina, লঞ্চ হতে চলেছে Bajaj Dominar 125

Aindrila Dhani

Published on:

bajaj-dominar-125-launch-date

Bajaj Platina-র সাথে হাড্ডাহাড্ডি লড়াই করতে আসছে Bajaj-এর নতুন বাইক! এই নতুন মডেলের ফিচারের তালিকা দেখলে অবাক হয়ে যাবেন। খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে Bajaj Dominar 125। জেনে নিন বিস্তারিত।

   

অনেকেই সুপার বাইক কিনতে চান, কিন্তু বাজেটে সম্ভব হয় না। এবার Bajaj আপনার বাজেটের মধ্যেই আনতে চলেছে নতুন একটি বাইক। গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে Bajaj তাদের 125cc লাইন আপ আরও বৃদ্ধি করতে চাইছে। ইতিমধ্যে এই সেগমেন্টে Bajaj Pulsar NS125 রয়েছে। এই মডেলটি কিন্তু গ্রাহকদের বেশ পছন্দের। এরপর এই একই সেগমেন্টে কোম্পানি Bajaj Dominar 125 লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যে কোম্পানির কাছে Bajaj Dominar 250 আর Bajaj Dominar 400 রয়েছে। এরপর 125cc সেগমেন্টে হুলুস্থুলু ফেলতে আসছে Bajaj Dominar 125।

Bajaj Dominar 125: বাজাজের ফেব্রুয়ারি মাসের বিক্রি

বর্তমান সময়ে 125cc সেগমেন্টের বাইকই সবথেকে বেশি বিক্রি হচ্ছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে Bajaj Pulsar-এর মোট 1 লাখ 12 হাজার 544 ইউনিট মোটরসাইকেল বিক্রি হয়েছে। যার মধ্যে থেকে 62 হাজার 207 ইউনিট মোটরসাইকেল 125cc সেগমেন্টের ছিল। অপরদিকে Bajaj Dominar 250 মোট 257 ইউনিট বিক্রি হয়েছে। আর Bajaj Dominar 400 বিক্রি হয়েছে মোট 441 ইউনিট।

Bajaj Dominar 125: ডিজাইন ও স্পেসিফিকেশন

এই মডেলটির ডিজাইন Bajaj Pulsar NS125 এর মতো রাখা হয়েছে। এতে ফুয়েল ট্যাঙ্ক, টেইল সেকশন আর অ্যালয় হুইলের মতো ফিচার দেখতে পেয়ে যাবেন। অপরদিকে Bajaj Dominar 125 বাইকের হেডলাইট অন্যান্য Dominar মডেলের মতোই রাখা হয়েছে। তবে এই মডেলটির লঞ্চ সম্পর্কে বিশেষ কোন তথ্য সামনে আসেনি।