Bike Loan

Bajaj CT 110X: লোনের EMI থেকে নিমেষে মুক্তি! 1 লিটার তেলে মাইলেজ দেবে 70 কিমি, জলের দরে বাজারে এই বাইক

Aindrila Dhani

Published on:

bajaj-ct-110x-price-july-2024

Bajaj CT 110X: Bajaj Auto মানেই কম দামে ভালো কোয়ালিটির সার্ভিস। আপনি যদি দীর্ঘ মাইলেজের বাইকের খোঁজে থাকেন তবে আজকের প্রতিবেদনটি আপনার জন্য কার্যকর হতে পারে। আমরা Bajaj CT 110X-এর সম্পর্কে কথা বলব। এই বাইকে 50 মিলিমিটারের বোর আর 58.8 মিলিমিটারের স্ট্রোক রয়েছে।

Bajaj CT 110X টু-হুইলার সেগমেন্টে 70 কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম। ভালো মাইলেজের পাশাপাশি দুর্দান্ত পারফরম্যান্স দিতে পারে এই বাইক। 2024 সালের ঝাক্কাস বাইকগুলির মধ্যে একটি Bajaj CT 110X। এর কার্ব ওয়েট 127 কেজি। এই বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স 170 মিলিমিটার আর হুইলবেস 1285 মিলিমিটার।

Bajaj CT 110X: শক্তিশালী ইঞ্জিন

সবার প্রথমে আমরা এই বাইকের ইঞ্জিন সম্পর্কে কথা বলব। Bajaj CT 110X-এ 115.45cc-র 4 স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার, 2 ভালভ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা 7000 rpm-এ 8.6 Ps শক্তি ও 5000 rpm-এ 9.81 Nm টর্ক উৎপাদন করে। এই ইঞ্জিনের সাথে 4 স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স রয়েছে।

Bajaj CT 110X বাইকের মাইলেজ

মাইলেজের দিক থেকে এটি বেশ দুর্দান্ত মডেল। Bajaj CT 110X প্রতি লিটারে 70 কিলোমিটার মাইলেজ দিতে পারে। আর প্রতি ঘণ্টায় সর্বোচ্চ 90 কিলোমিটার বেগে ছুটতে পারে।

Bajaj CT 110X বাইকের ফিচার্স

ফিচার্সের কথা বলতে গেলে, এই বাইকে অ্যানালগ ইন্স্ট্রুমেন্ট কনসোল রয়েছে। এছাড়া অ্যানালগ স্পিডোমিটর, অ্যানালগ ওডোমিটার, সিঙ্গেল সিট, প্যাসেঞ্জার ফুটরেস্ট, কম্বি ব্রেক সিস্টেম, LED হেডলাইট, LED টেইল লাইট, LED DRL, LED টার্ন সিগন্যাল ল্যাম্প রয়েছে।

Bajaj CT 110X বাইকের দাম

বাজাজের এই বাইক কম দামে মার্কেটে লঞ্চ করা হয়েছে। ভারতে Bajaj CT 110X-এর এক্স শোরুম দাম 70 হাজার টাকা।‌