Bajaj CT 110X: অনেকেই বাইক চালাতে খুব পছন্দ করেন। ভারতের জনপ্রিয় বাইকগুলির মধ্যে অন্যতম হলো Bajaj CT 110X। এই বাইকের ফিচার্স আপনার মন জিতে নেওয়ার জন্য যথেষ্ট। এছাড়া এতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী। মাইলেজও ভালো দিয়ে থাকে এটি। জেনে নিন বিস্তারিত।
Bajaj CT 110X একটি জনপ্রিয় বাইক। এটি আপনারা তিনটি রংয়ের বিকল্পে পেয়ে যাবেন। যথা :- ইবোনি ব্ল্যাক ব্লু, ম্যাট ওয়াইল্ড গ্রীন আর ইবোনি ব্ল্যাক রেড। সুরক্ষার জন্য এই বাইকে কম্বি ব্রেকিং সিস্টেম ও ড্রাম ব্রেকের ব্যবহার করা হয়েছে। Bajaj CT 110X-এর সামনের চাকায় 130 মিলিমিটারের ড্রাম ব্রেক ও 110 মিলিমিটারের ড্রাম ব্রেক রয়েছে। এছাড়া সামনের দিকে টেলিস্কোপিক ফোর্ক আর আর পিছনের দিকে হাইড্রোলিক SNS সাসপেনশন দেওয়া হয়েছে।
Bajaj CT 110X-এর ফিচার্স
Bajaj CT 110X-এ আপনারা দুর্দান্ত ফিচার্স পেয়ে যাবেন। এতে রয়েছে হ্যালোজেন হেডলাইট, টেইল লাইট, এনালগ ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, অ্যালয় হুইল, সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সুইচ, নী প্যাড ও USB চার্জিং সাপোর্ট।
Bajaj CT 110X-এর ইঞ্জিন
Bajaj CT 110X-এ 115.45cc-র এয়ার কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। যা 7,000 rpm-এ 8.6 Ps ও 5,000 rpm-এ 9.81 Nm টর্ক উৎপাদন করে। এই ইঞ্জিনের সাথে 4 স্পিড গিয়ারবক্স পেয়ে যাবেন। Bajaj CT 110X প্রতি ঘন্টায় সর্বোচ্চ 90 কিলোমিটার বেগে ছুটতে পারে।
Bajaj CT 110X-এর দাম
এই বাইকের এক্স শোরুম দাম 70 হাজার টাকা। অন রোড দাম খানিকটা বেশি।