Bike Loan

Bajaj CT 110X: 8 হাজার টাকা খরচে 80 কিমি মাইলেজের ধাসু বাইক!মধ্যবিত্তদের জন্য দারুণ সুযোগ, সপ্ন হলেও সত্যি

Aindrila Dhani

Published on:

bajaj-ct-110x-bike-2024

Bajaj CT 110X: Bajaj Auto মানেই কম দামে ভালো কোয়ালিটির সার্ভিস। আপনি যদি দীর্ঘ মাইলেজের বাইকের খোঁজে থাকেন তবে আজকের প্রতিবেদনটি আপনার জন্য কার্যকর হতে পারে। আমরা Bajaj CT 110X-এর সম্পর্কে কথা বলব। এই বাইকে 50 মিলিমিটারের বোর আর 58.8 মিলিমিটারের স্ট্রোক রয়েছে।

Bajaj CT 110X টু-হুইলার সেগমেন্টে 70 কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম। ভালো মাইলেজের পাশাপাশি দুর্দান্ত পারফরম্যান্স দিতে পারে এই বাইক। 2024 সালের ঝাক্কাস বাইকগুলির মধ্যে একটি Bajaj CT 110X। এর কার্ব ওয়েট 127 কেজি। এই বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স 170 মিলিমিটার আর হুইলবেস 1285 মিলিমিটার।

   

Bajaj CT 110X: ফিচার্স

সবার প্রথমে আমরা Bajaj CT 110X-এর ফিচার্স সম্পর্কে কথা বলব। এতে আপনারা আধুনিক ফিচারের সুবিধা পেয়ে যাবেন। এতে সুরক্ষার জন্য কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম রয়েছে। আর প্রয়োজনীয় তথ্য ও সময় জানার জন্য ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল দেওয়া হয়েছে।

গিয়ার বদলানোর জন্য গিয়ার শিফ্টার দিয়েছে। আপনারা প্যাসেঞ্জার ফুড রেস্ট, এন্টি লক ব্রেকিং সিস্টেম, ডিজিটাল অডোমিটার, ডিজিটাল ট্রিপমিটার, ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ফিউল গেজের মতো ফিচার দেওয়া হয়েছে। এতে আপনারা এলইডি লাইটিং পেয়ে যাবেন।

Bajaj CT 110X: ইঞ্জিন

এতে আপনারা দুর্দান্ত রাইডিং উপভোগ করতে পারবেন। কোম্পানি এই বাইকে 115.45 সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন দিয়েছে। যা 8.48 বিএইচপি শক্তি ও 9.81 এনএম টর্ক উৎপাদন করতে পারে। এর সাথে 4 স্পিড গিয়ারবক্স যুক্ত রয়েছে। এই বাইক প্রতি লিটার পেট্রোলে 70 কিলোমিটার থেকে 80 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে।

Bajaj CT 110X: দাম

এই বাইক একটিমাত্র ভ্যারিয়েন্ট উপলব্ধ রয়েছে। তবে আপনারা তিনটি রংয়ের বিকল্পে এটি কিনতে পারবেন। এর অন রোড দাম 84 হাজার 161 টাকা। আপনারা চাইলে ফাইন্যান্স প্ল্যানে এটি কিনতে পারেন।

সেক্ষেত্রে আপনি 8 হাজার টাকা ডাউন পেমেন্ট করে Bajaj CT 110X বাড়ি আনতে পারবেন। তাহলে 8 শতাংশ সুদের হারে 3 বছরের জন্য প্রতি মাসে 2 হাজার 623 টাকা করে কিস্তি জমা করতে হবে।