Bike Loan

Bajaj CT 110X: জলের দরে বাজারে টিভিএস-র এর বাইক, গরিবরা পাবেন দারুন সস্তায়! তুখোড় মাইলেজ সহ ফাটাফাটি ফিচার

Pushpita Baral

Published on:

bajaj-ct-110x-bike-2024

এই আধুনিক যুগে প্রবল হারে নতুন মোটর সাইকেলের ক্রমবর্ধমান চাহিদা বাড়ছে। সম্প্রতি বাজাজ কোম্পানি বাজারে তাদের Bajaj CT 110X বাইক লঞ্চ করেছে। এই মডেলটিতে আধুনিক স্পেসিফিকেশনের সাথে আপনি দুর্দান্ত বৈশিষ্ট্য এবং সেরা ইঞ্জিনও পাবেন। আপনি যদি 2024 সালে নিজের জন্য সস্তায় একটি নতুন বাইক কেনার কথা ভেবে থাকেন, তাহলে 75 কিলোমিটারের মাইলেজ সহ এই Bajaj বাইকটি আপনার জন্য সবচেয়ে সুন্দর বিকল্প হতে চলেছে। আসুন জেনে নেওয়া যাক বাজাজের এই বাইক সম্পর্কে বিস্তারিত তথ্য।

Bajaj CT 110X বাইকের বৈশিষ্ট্য

বাজাজের এই বাইকের বৈশিষ্ট্য সম্পর্কে বলতে গেলে, কোম্পানিটি এই বাইকের ভিতরে আরামদায়ক আসনের সাথে আরামদায়ক রাইডিং পজিশনও দিয়েছে। বাজাজের এই বাইকে কম্বি ব্রেকিং সিস্টেমও দেওয়া হয়েছে। বাজাজের এই বাইকটিতে ডিস্ক ব্রেক এবং ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টারও রয়েছে।

   

Bajaj CT 110X বাইকের মাইলেজ

এই বাজাজ বাইকের মাইলেজ সম্পর্কে বলতে গেলে, এই বাইকের মাইলেজ পাগল করবে সবাইকে। কোম্পানি এটিতে একটি 115.45 সিসি ফোর-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করেছে। এই ইঞ্জিন শক্তির সাথে, এই বাজাজ বাইকটি 75 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেওয়ার ক্ষমতা রাখে। বাজাজের এই বাইকে ফোর স্পিড গিয়ার বক্সও দেখা যাবে।

Bajaj CT 110X বাইকের দাম

যদি আমরা 2024 সালের সবচেয়ে সস্তা বাইকটির কথা বলি, তাহলে অবশ্যই এর মধ্যে Bajaj CT 110X এর নাম আসবে। এই Bajaj বাইকটি বর্তমানে ভারতীয় বাজারে মাত্র 70,000 টাকার মূল্যে পাওয়া যাচ্ছে। এই দামের সাথে আসা এই Bajaj বাইকটি 2024 সালের সেরা বাইক।