Bajaj CT 100 : ভারতের রাস্তায় চার-চাকা গাড়ির তুলনায় দুই চাকার গাড়ি বেশি চলে। বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের বাইক ভারতীয় বাজারে লঞ্চ করেছে। আজ আমরা বাজেট ফ্রেন্ডলি একটি বাইকের কথা আপনাদের বলব। এই মডেলে আপনারা ভালো মাইলেজও পাবেন।
আজকের প্রতিবেদনে আমরা কথা বলব Bajaj CT 100 এর সম্পর্কে। এটি একটি বিখ্যাত বাইক। এটা যেমন ভালো ফিচার আর মাইলেজ রয়েছে তেমনই এর দাম কম রাখার চেষ্টা করেছে কোম্পানি। আপনাদের জানিয়ে রাখি, এই বাইকের সম্পূর্ণ বডিতে গ্রাফিক্সের কাজ রয়েছে। এছাড়া এতে রয়েছে 17 ইঞ্চির alloy wheel, হ্যালোজেন লাইটিং, সিঙ্গেল সিট আর ব্রেকিং সিস্টেম। এই গাড়ির সামনে আর পিছনে ড্রাম ব্রেক পেয়ে যাবেন। এতে রয়েছে 102 cc air cooled, single cylinder ইঞ্জিন। যা 7.79 bhp শক্তি ও 8.34 Nm টর্ক উৎপাদন করে। এই ইঞ্জিনের সাথে রয়েছে 4 স্পিড ট্রান্সমিশন।
এটি তিনটি রং উপলব্ধ রয়েছে। Bajaj CT 100 মোটরসাইকেলটি আপনারা Black Blue, Black Red আর Fire Red রঙে পেয়ে যাবেন। মাইলেজ আর ফিচারস এর দিক থেকে এটি Hero Splendor Plus ও TVS star city কে টক্কর দিতে সক্ষম। এই বাইকটির রেঞ্জ 70 কিলোমিটার থেকে 90 কিলোমিটারের মধ্যে। এতে রয়েছে 10 লিটারের ফুয়েল ট্যাঙ্ক। এই মডেলের এক্স শোরুম মূল্য শুরু হচ্ছে 69 হাজার 217 টাকা থেকে। তবে অন-রোড মূল্য এর তুলনায় অনেকটাই বেশি। এই ধরনের আরো তথ্য পেতে আমাদের ওয়েবসাইট ফলো করতে ভুলবেন না।