Bike Loan

Bajaj CNG: লাগবে না পেট্রোল! সকল জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে বাজারের CNG বাইক

Aindrila Dhani

Published on:

bajaj-cng-launch-date-in-india

Bajaj CNG Bike: Bajaj Pulsar NS400Z-এর লঞ্চ উপলক্ষে Bajaj Auto তাদের নতুন CNG মোটরসাইকেলের লঞ্চ সম্পর্কে জানিয়েছে। কবে লঞ্চ হবে এই বাইকটি? এটি Bajaj -এর প্রথম CNG বাইক। এছাড়াও এটি ভারতের প্রথম মাস-মার্কেট ন্যাচারাল গ্যাস কমপ্রেস বাইক‌।

Bajaj CNG Bike: পাওয়ার ট্রেন

সম্ভবত এই বাইকটির নাম Bruzer রাখা হয়েছে। এটি ডেইলি কমিউটার বাইক হতে পারে। এতে 110cc থেকে 125cc ইঞ্জিন ব্যবহার করা হতে পারে।

Bajaj CNG বাইকের ফিচার্স

এছাড়া এতে বুলবাউস ফুয়েল ট্যাঙ্ক, ফ্ল্যাট ও লং সিট আর চাংকি গ্র্যাব রেইল থাকবে। এর পাশাপাশি থাকছেন নাকল গার্ড সহ ব্রেসড হ্যান্ডেল বার। এর আগে ফাঁস হওয়া স্পাই শটে LED হেডলাইট ও LED টেইল লাইট দেখা গেছে। তবে রিপোর্ট অনুযায়ী, এই ডিজিটাল কনসোল থাকতে পারে।

Bajaj New CNG Bike: হার্ডওয়্যার ও‌ ব্রেকিং সিস্টেম

এবার হার্ডওয়ারের কথা বলতে গেলে, এদের তেমন কোন অত্যাধুনিক ডিটেল যুক্ত করা হয়নি। তবে এই বাইকের দুই চাকাতেই 17 ইঞ্চির অ্যালয় হুইল থাকবে। আর সাথে ছোট ডিস্ক ব্রেক থাকতে পারে।

Bajaj New CNG Bike: সাসপেনশন

আশা করা যাচ্ছে, এই বাইকের সামনে টেলিস্কোপিক সাসপেনশন আর পিছনে মনোশক সাসপেনশন থাকতে পারে। ব্রেকিং সেট আপে সিঙ্গেল চ্যানেল অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম থা

Bajaj CNG বাইকের দাম ও লঞ্চ ডেট

এখনও পর্যন্ত এই নতুন CNG বাইকের দাম সামনে আনেনি কম্পানি। তবে মনে করা হচ্ছে এই মডেলটি সাশ্রয়ী মূল্যেই লঞ্চ করা হবে। এই বাইকটি 2024 সালের 18 ই জুন ভারতে লঞ্চ করবে কোম্পানি।