এতদিন আমরা ইলেকট্রিক বাইক আর পেট্রোল চালিত বাইকের সম্পর্কে জেনে এসেছি। এবার ভারতীয় বাজারে আসতে চলেছে CNG বাইক। আপনাদের আর ব্যাটারি সম্পূর্ণ চার্জ হওয়ার অপেক্ষায় থাকতে হবে না। আবার পেট্রোলের পিছনে অতিরিক্ত খরচ করতেও হবে না। আপনারা কম খরচেই ব্যবহার করতে পারবেন টু-হুইলার। জেনে নিন বিস্তারিত।
Bajaj Auto ভারতীয় বাজারে আনতে চলেছে তাদের প্রথম CNG বাইক। খুব শীঘ্রই Bajaj CNG-র ম্যানুফ্যাকচার করা হবে। বর্তমানে পেট্রোল আর ডিজেলের উর্ধ্বমুখী দামের কারণে অনেকেই ইলেকট্রিক বাইক ব্যবহার করা শুরু করেছেন। এবার বাইকের জগতে আসতে চলেছে নতুন ভেরিয়েন্ট। আপনারা CNG-র মাধ্যমে চালাতে পারবেন এই নতুন বাইক। আজকের প্রতিবেদনে আমরা Bajaj CNG সম্পর্কে কথা বলব।
সম্প্রতি Bajaj CNG বাইকের ছবি সামনে এসেছে। এই বাইকে সিঙ্গেল সিট থাকবে। এই সিট ফুয়েল ট্যাংকের পাশে আপনারা দেখতে পাবেন। সিঙ্গেল গ্র্যাব রেল, নম্বর প্লেট আর টার্ন ইন্ডিকেটর থাকবে এই বাইকে। এছাড়া এতে আপনারা একটি টায়ার হ্যাঙ্গার দেখতে পেয়ে যাবেন।
Bajaj CNG বাইকের ফিচারস
একবার এই বাইকের ফিচারগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক। এই বাইকে অ্যাডভান্স টেকনোলজির ব্যবহার করা হয়েছে। ব্যবহারকারীরা এতে আধুনিক ফিচার পেয়ে যাবেন। বাইকটির জনপ্রিয়তা বাড়াতে Bajaj CNG-র কিছু কিছু ফিচার সবার সামনে আনা হয়েছে। এই বাইকে 17 ইঞ্চির হুইলবেস দেখতে পেয়ে যাবেন। এছাড়া সামনের দিকে ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। আর এই বাইকে LED হেডলাইটেরও ব্যবহার করা হয়েছে। তবে এখনও পর্যন্ত Bajaj CNG-র সম্পূর্ণ ফিচার তালিকা প্রকাশ করা হয়নি।
Bajaj CNG বাইকের ইঞ্জিন
এই বাইকে 110cc থেকে 160cc-র মধ্যে ইঞ্জিন দেওয়া হবে। এই শক্তিশালী ইঞ্জিনের সাহায্যে Bajaj CNG অন রোড দুর্ধর্ষ পারফরমেন্স দিতে পারবে। এই বাইকটি লঞ্চ হওয়ার পর সম্পূর্ণ তথ্য জানা যাবে।