Bike Loan

Audi E Electric Cycle: চোখে পড়ার মতো চেহারা, জোরদার এন্ট্রি নিচ্ছে নতুন ই-সাইকেল! রাস্তায় নামালে তাকাবে সবাই ঘাড় ঘুরিয়ে

Aindrila Dhani

Published on:

audi-e-electric-cycle

Audi E Electric Cycle: এখন ইলেকট্রিক বাইক ও ইলেকট্রিক স্কুটারের পাশাপাশি ইলেকট্রিক সাইকেলেরও চাহিদা বেড়েছে। বিভিন্ন ধরনের ইলেকট্রিক সাইকেল ভারতে লঞ্চ হওয়া শুরু হয়েছে। আজকে আমরা সবথেকে শক্তিশালী ইলেকট্রিক সাইকেলের সম্পর্কে আপনাদের বলব। আমার কথা বলছি Audi E Electric Cycle-এর সম্পর্কে।

এই ইলেকট্রিক সাইকেল সিঙ্গেল চার্জে 70 কিলোমিটার মতো রেঞ্জ দিতে পারে। তবে এর লুক কিন্তু অসাধারণ। মূলত লুকের কারণেই গ্রাহকরা এর প্রতি আকৃষ্ট হবে। বাজারে উপস্থিত অন্যান্য ইলেকট্রিক সাইকেলের তুলনায় এটি অনেকটাই আলাদা জেনে নিন Audi E Electric Cycle-এর সম্পর্কে।

   

Audi E Electric Cycle: ডিজাইন

সবার প্রথমে এই ইলেকট্রিক সাইকেলের ডিজাইন সম্পর্কে আমরা কথা বলে নেব। এই ইলেকট্রিক সাইকেলের ডিজাইন ইঞ্জিনিয়ারিংয়ের দুর্দান্ত দৃষ্টান্ত। এই সাইকেলে স্লিক লাইন ও রোস্ট ডিজাইন করা হয়েছে। অন্যান্য ইলেকট্রিক সাইকেলের তুলনায় এই মডেলটির ডিজাইন অনেক বেশি ফিউচারিস্টিক।

Audi E Electric Cycle: ব্যাটারি ও মোটর

পারফরম্যান্সের দিক থেকে গ্রাহকদের মন জিতে নেবে এই মডেলটি। এই ইলেকট্রিক সাইকেলে Brose S mag ইলেকট্রিক মোটর দেখতে পাবেন। যা 90 নিউটন মিটার টর্ক জেনারেট করতে পারে। এই ইলেকট্রিক মোটরের সাহায্যে Audi E Electric Cycle প্রতি ঘণ্টায় সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে ছুটতে সক্ষম। এছাড়া কোম্পানি এই ইলেকট্রিক মডেলে 720 ওয়াট আওয়ার ক্যাপাসিটির লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক ব্যবহার করেছে। যা সিঙ্গেল চার্জে 70 কিলোমিটার রেঞ্জ দিতে পারে।

Audi E Electric Cycle: দাম

দামের কথা বলতে গেলে, Audi E Electric Cycle আপাতত ভারতীয় বাজারে লঞ্চ করা হবে না। তবে কিছু কিছু রিপোর্ট জানাচ্ছে দেরি হলেও এটি ভারতীয় বাজারে আসবে। UK-তে এই ইলেকট্রিক সাইকেলের দাম শুরু হচ্ছে 8 হাজার 499 পাউন্ড থেকে।