Bike Loan

Ather Rizta: ঝাক্কাস লুকের সঙ্গে 125 কিমি রেঞ্জ! জলেও দ্রুত গতিতে ছুটবে, দেখে নিন দাম

Aindrila Dhani

Published on:

ather-rizta-price

Ather তাদের নতুন ফ্যামিলি ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে। বর্তমানে ইলেকট্রিক স্কুটারের চাহিদা চোখে পড়ার মতো। ভারতে উপলব্ধ অন্যান্য ইলেকট্রিক স্কুটার চালক সহ 2 জন বসার জন্য উপযুক্ত। তবে Ather Rizta গোটা ফ্যামিলির ব্যবহারের জন্য বাজারে আনা‌ হয়েছে। এটি Ather 450 সিরিজে যুক্ত হবে। জেনে নিন বিস্তারিত।

Ather Rizta একটি ফ্যামিলি ইলেকট্রিক স্কুটার। এটি দু’টি ভেরিয়েন্টে উপলব্ধ – Ather Rizta S ও Ather Rizta Z। স্পোর্টি লুকের এই ইলেকট্রিক স্কুটারে 34 লিটারের আন্ডার সিট স্টোরেজ রয়েছে। এটি 125 কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম।

Ather Rizta : ডিজাইন

ডিজাইনের কথা বলতে গেলে, এই ইলেকট্রিক স্কুটারে স্পোর্টি লুক দেওয়া হয়েছে। 450 সিরিজের অন্যান্য মডেলের মতো Ather Rizta তে শার্প লুক রাখা হয়েছে। এই বাইকের সামনের দিকে DRL সহ হেডলাইট ক্লাস্টার ও টার্ন ইন্ডিকেটর রয়েছে। সাইউ প্যানেল আর টেইল ইউনিট একই ধরনের রাখা হয়েছে। এই মডেলে বার আকৃতির টেইল লাইট দিয়েছে কোম্পানি। বডিওয়ার্কের সাথে মিল করে হেডলাইট যুক্ত করা হয়েছে। Ather Rizta-র ডিজাইনের কারণে যেকোনো বয়সের মানুষ এটি চালাতে পারবেন। এতে সাতটি রঙের অপশন রয়েছে।

Ather Rizta কোম্পানির সবথেকে লম্বা ইলেকট্রিক স্কুটার। এই স্কুটারের সিটের দৈর্ঘ্য 900 মিলিমিটার। এটি ভারতের সবথেকে লম্বা সিট যুক্ত ইলেকট্রিক স্কুটার। এছাড়া সিটের নীচে জিনিসপত্র রাখার জন্য অনেকটা জায়গা রয়েছে। ছোটোখাটো অল্প জিনিস রাখার জন্য আবার মেইন স্টোরেজের কাছে অতিরিক্ত জায়গা রাখা হয়েছে। আপনারা চাইলে 22 লিটারের অতিরিক্ত স্পেসের জন্য ফ্লেক্সিবল ফ্রাঙ্ক নিতে পারেন। সিটের চলায় 34 লিটারের স্টোরেজ রয়েছে। সবমিলিয়ে আপনারা 56 লিটারের স্পেস পেয়ে যাবেন Ather Rizta তে।

Ather Rizta : ব্যাটারি

এই ইলেকট্রিক স্কুটারের S ভেরিয়েন্টে 2.9 kWh-এর ব্যাটারি দেওয়া হয়েছে। এটি 105 কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম। অপরদিকে Ather Rizta Z ভেরিয়েন্টে দুটি ব্যাটারি দেওয়া হয়েছে- 2.9 কিলোওয়াটের ও 3.7 kWh -এর। Ather Rizta প্রতি ঘন্টায় সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে ছুটতে পারে। এই মডেলটি 125 কিলোমিটারের রেঞ্জ দিতে সক্ষম। ব্যাটারিতে আপনারা 5 বছর অথবা 60 হাজার কিলোমিটার পর্যন্ত স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি পেয়ে যাবেন।

Ather Rizta : হার্ডওয়্যার

এই ইলেকট্রিক স্কুটারে 450 সিরিজের মতো চ্যাসিস রয়েছে। এছাড়া এই মডেলে টেলিস্কোপিক ফোর্ক আর মনোশক সাসপেনশন রয়েছে।‌ এতে 12 ইঞ্চির চাকা সহ MRF টায়ার রয়েছে।‌ সুরক্ষার জন্য Ather Rizta তে Ather Skid Control টেকনোলজির ব্যবহার করা হয়েছে। এছাড়া এতে ESS টেকনোলজির ব্যবহার করা হয়েছে, ফলে এমারজেন্সিতে ব্রেক চাপতে হলে এই ইলেকট্রিক স্কুটারের টেইল লাইট ফ্ল্যাশ হবে আদ পিছনের গাড়ি সতর্ক হয়ে যাবে।‌

Ather Rizta : ফিচার্স ও রাইডিং মোড

এই ইলেকট্রিক স্কুটারে ব্লুটুথ কানেক্টিভিটি সহ 7 ইঞ্চির কালার TFT ডিসপ্লে রয়েছে। এই মডেলে দুটি রাইডিং মোড রয়েছে- স্মার্ট ইকো আর জিপ। এছাড়া Ather 450X এর মতো Ather Rizta তে রিভার্স মোড আর অটো হিল হোল্ডের অপশন রয়েছে।

এছাড়া এই ফ্যামিলি ইলেকট্রিক স্কুটারের সাথে Ather Halo Smart হেলমেটের জন্য ওয়্যারলেস চার্জার পেয়ে যাবেন। এর সাহায্যে আপনারা মোবাইল ফোন, ল্যাপটপ ইত্যাদি চার্জ করতে পারবেন।

Ather Rizta ই-স্কুটারের দাম কত?

এই ইলেকট্রিক স্কুটারের S ভেরিয়েন্টের এক্স শোরুম দাম 1.10 লাখ টাকা। অপরদিকে Z ভেরিয়েন্টের 2.9 কিলোওয়াট ব্যাটারি মডেলের এক্স শোরুম দাম 1.25 লাখ টাকা আর 3.7 কিলোওয়াট ব্যাটারি মডেলের এক্স শোরুম দাম 1.45 লাখ টাকা।