আপনি কি পরিবেশ বান্ধব স্কুটার কিনতে চাইছেন! আবার জ্বালানি তেলের পেছনে অতিরিক্ত টাকা খরচ করতে চাইছেন না! তাহলে সস্তায় কিনতে পারেন এই ইলেকট্রিক স্কুটার। এতে পেয়ে যাবেন দীর্ঘ রেঞ্জ ও অ্যাডভান্স ফিচার্স। জেনে নিন বিস্তারিত।
বর্তমানে Ather দ্বিতীয় সব থেকে বড় ইলেকট্রিক টু-হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এই কোম্পানি ভারতীয় মার্কেটে ইতিমধ্যে বেশ কিছু দুর্দান্ত মডেল লঞ্চ করেছে। আপনারা যাঁরা প্রিমিয়াম লুকের দীর্ঘ রেঞ্জের ইলেকট্রিক স্কুটার কিনতে চাইছেন, তাঁরা এই কোম্পানির মডেল কিনতে পারেন। সম্প্রতি আমাদের দেশে লঞ্চ হয়েছে Ather Rizta ইলেকট্রিক স্কুটার। এটি 161 কিলোমিটার রেঞ্জ দিতে পারে। পাশাপাশি এতে 22 লিটারের ফ্রন্ট স্টোরেজ স্পেস পেয়ে যাবেন।
Ather Rizta: ব্যাটারি
এই মডেলটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। যথা:- Rizta S ও Rizta Z। এই ইলেকট্রিক স্কুটারের Rizta S ভেরিয়েন্টে 2.9 কিলোওয়াট আওয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক রয়েছে। এটি সম্পূর্ণ চার্জে 121 কিলোমিটার রেঞ্জ দিতে পারে। অপরদিকে Rizta Z ভেরিয়েন্টে 3.7 কিলোওয়াট আওয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে। এই ব্যাটারি একবার সম্পূর্ণ চার্জে 161 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে।
Ather Rizta: গতিবেগ
এটি একটি ফ্যামিলি স্কুটার। এতে আপনারা মোট 56 লিটার বুট স্পেস পেয়ে যাবেন। যার মধ্যে থেকে 34 লিটার আন্ডার সিট বুট স্পেস আর বাকি 22 লিটার ফ্রন্ট স্টোরেজ স্পেস রয়েছে। এই ইলেকট্রিক স্কুটার প্রতি ঘন্টায় সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে ছুটতে পারে।
Ather Rizta: ফিচার্স
এই ইলেকট্রিক স্কুটারে আপনারা একাধিক রাইডিং মোড পেয়ে যাবেন। এছাড়া সুরক্ষার জন্য ট্রাকশন কন্ট্রোল সিস্টেম, স্কিড কন্ট্রোল সিস্টেম, এমার্জেন্সি স্টপ সিগনাল, এন্টি থেফ্ট অ্যালার্ম ও টো ডিটেক্ট সিস্টেম রয়েছে।
Ather Rizta স্কুটির দাম
এই ইলেকট্রিক স্কুটার আপনারা 1 লাখ 9 হাজার 999 টাকা (এক্স শোরুম) থেকে 1 লাখ 44 হাজার 999 টাকার (এক্স শোরুম) মধ্যে পেয়ে যাবেন। কিন্তু যদি আপনার বাজেট না থাকে তবে আপনি এটিকে মাত্র 3,450 টাকার মাসিক ইএমআইতে কিনতে পারেন। যাইহোক, অবশিষ্ট পরিমাণ 36 মাসের জন্য 9.7 হারে পরিশোধ করতে হবে। এখন অফিসিয়াল ওয়েবসাইটে মাত্র 999 টাকা দিয়ে বুক করতে পারবেন।