Bike Loan

Aprilia RS 457: গতি যেন মেশিনগান! এপ্রিলার নতুন বাইক থেকে চোখ ফেরানো দায়, দাম শুনে চোখ কপালে

Aindrila Dhani

Published on:

aprilia-rs-457-launching-soon-2024

বর্তমানে কোম্পানির সব থেকে বেশি চাহিদা সম্পন্ন মডেল হল Aprilia RS 457। এটি 2023 ইন্ডিয়া বাইক উইকে লঞ্চ হয়েছিল। কোম্পানিটি একটি টুইন-সিলিন্ডার স্পোর্টস বাইককে ভারতে তৈরি করে প্রতিযোগিতামূলকভাবে দাম রাখতে পেরেছে। ফলে Aprilia ভারতে প্রচুর সংখ্যক বুকিং রেজিস্টার্ড করেছে।

Aprilia বিশ্ববাজারে RS 457 সরবরাহ করতে তার বারামতি ফেসিলিটি ব্যবহার করছে। এর কারণে Aprilia RS 457-এর অপেক্ষার সময় দুই মাস প্রসারিত হয়েছে। Aprilia India তার প্রোডাকশন লাইনে তিনটি শিফট চালিয়ে চাহিদা মেটানোর চেষ্টা করছে এবং দিনে প্রায় পঞ্চাশটি RS 457 উৎপাদন করে চলেছে।

আশা করা যাচ্ছে কোম্পানি আগামী কয়েক মাসের মধ্যে RS 457-এর জন্য অপেক্ষার সময় খানিকটা কমাতে পারবে। বাইকটি দক্ষিণ এবং পশ্চিম ভারতে ভাল সংখ্যায় বিক্রি হয়েছে। উত্তর এবং পূর্ব ভারতে যদি পরিসংখ্যান খুব একটা বড় নয়। কারণ আপাতত সরবরাহ তুলনামূলকভাবে কম। সময়ের সাথে সাথে এটি বাড়বে বলেই আশা করা হচ্ছে।

Aprilia RS 457: ইঞ্জিন

Aprilia RS 457 গ্রাহকদের ভীষণ ভালো লেগেছে। এর ডিজাইন, ফিচার এবং ইঞ্জিন ছাড়াও পারফরম্যান্স এবং সহজ হ্যান্ডলিং গ্রাহকদের এটি পছন্দের অন্যতম কারণ। এটি 457cc-র প্যারালাল-টুইন ইঞ্জিন দ্বারা চালিত। যা 46.9 bhp শক্তি এবং 43.5Nm টর্ক উৎপাদন করে। এছাড়া অতিরিক্ত কুইক শিফ্টার সহ এই ইঞ্জিনের সাথে 6 স্পিড গিয়ার বক্স যুক্ত আছে।

Aprilia RS 457: দাম

এটি ভারতে তৈরি হওয়ার পর থেকে তার CBU আমদানি প্রতিযোগীদের তুলনায় উল্লেখযোগ্যভাবে দামের ক্ষেত্রে সুবিধা ভোগ করছে। Yamaha R3-এর এক্স শোরুম দাম 4.64 লক্ষ টাকা এবং Kawasaki Ninja 500-এর এক্স শোরুম দাম 5.24 লক্ষ টাকা৷ অপরদিকে ভারতে Aprilia RS 457-র দাম শুরু হচ্ছে 4.10 লাখ টাকা থেকে।