Bike Loan

Aprilia RS 457: যুবকদের মন জিতেছে, একবার দেখলেই চোখ জুড়িয়ে যায়! চাবুক লুকে এপ্রিলার স্পোর্টস বাইক

Aindrila Dhani

Published on:

aprilia-rs-457-bike-2024

Aprilia RS 457 : ভারতীয় বাজারে এন্ট্রি নিয়েছে Aprilia RS 457। এই বাইক তার শক্তিশালী ইঞ্জিন ও স্টাইলিশ ডিজাইনের জন্য রাইডারদের মধ্যে চর্চার কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারতের অটোমোবাইল সেক্টর বেশ বড়। এখানে আপনারা বিভিন্ন ধরনের মডেল পেয়ে যাবেন। যদি প্রিমিয়াম স্পোর্টস বাইক কেনার প্ল্যান করে থাকেন তাহলে অবশ্যই আজকের প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন।

এই প্রতিবেদনে আমরা কথা বলছি Aprilia RS 457-এর সম্পর্কে। এটি একটি স্পোর্টস বাইক। এর ফিচার থেকে ইঞ্জিন সবই প্রিমিয়াম কোয়ালিটির। এছাড়া এর মাইলেজ আপনাদের মন ভালো করে দেবে। 13 লিটারের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি রয়েছে এই বাইকে।

   

Aprilia RS 457: ডিজাইন

এই বাইকের ডিজাইন আকর্ষণের অন্যতম কারণ। এতে অ্যারোডাইনামিক লুক দেখতে পাবেন। এর স্টাইলিশ বডি ওয়ার্ক আর স্পোর্টি ফেইরিং রাস্তায় Aprilia RS 457-কে সবার দৃষ্টি আকর্ষণ করতে সাহায্য করবে। এই বাইকে অ্যালয় হুইল ও ডিস্ক ব্রেকের সুবিধা পেয়ে যাবেন। এই বাইকে অত্যাধুনিক ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার দেওয়া হয়েছে। যা রাইডারকে সমস্ত প্রয়োজনীয় তথ্য জানায়।

Aprilia RS 457: ইঞ্জিন ও পারফরম্যান্স

এই প্রিমিয়াম স্পোর্টস বাইকে 457 সিসির শক্তিশালী ইঞ্জিনের ব্যবহার করেছে কোম্পানি। যা 46.9 বিএইচপি শক্তি জেনারেট করতে সক্ষম। এই ইঞ্জিনের সাথে 6 স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স যুক্ত রয়েছে। এর সাহায্যে আপনারা বাইক ভালোভাবে কন্ট্রোল করতে পারবেন।

Aprilia RS 457: ফিচার্স

এই বাইকের সিটের উচ্চতা 800 মিলিমিটার। যার ফলে বেশিরভাগ রাইডারদের এটি চালাতে সুবিধা হবে। Aprilia RS 457-এ আপনারা এন্টি লক ব্রেকিং সিস্টেমের সুবিধা পেয়ে যাবেন। যার ফলে হঠাৎ ব্রেক কষতে হলে আপনারা কন্ট্রোল হারাবেন না।

Aprilia RS 457: দাম

এই বাইকের এক্স শোরুম দাম 4 লাখ 15 হাজার 995 টাকা। এটি ভারতীয় বাজারে প্রিমিয়াম স্পোর্টস বাইক সেগমেন্টে আনা হয়েছে। উচ্চমানের পারফরমেন্স আর আকর্ষণীয় ডিজাইনের কারণে অল্প সময়ের মধ্যেই এটি যুবকদের মন জিতে নিয়েছে।