Bike Loan

Ambassador New Model: এক সময় জিতে নিয়েছিল সবার মন! আবারও নতুন রুপে ফিরছে অ্যাম্বাসাডর

Aindrila Dhani

Published on:

ambassador-new-model-2024

Ambassador New Model 2024: একসময় ভারতের রাস্তায় প্রচুর সংখ্যায় এই গাড়ি দেখা যেত। খুব একটা এই মডেল আর দেখা না গেলেও, কোলকাতায় ‘হলুদ ট্যাক্সি’র দৌলতে দেখা মেলে। এই গাড়ির আলাদা কোনো পরিচয়ের প্রয়োজন নেই। অনলাইন রিপোর্ট অনুযায়ী, ভারতের এই ঐতিহ্যবাহী গাড়ি পুনরায় লঞ্চ হতে চলেছে। জেনে নিন বিস্তারিত।

আমরা কথা বলছি বিখ্যাত অ্যাম্বাসেডর গাড়ির সম্পর্কে। এখন ভারতের রাস্তা থেকে উধাও এই গাড়ি। কিন্তু এক সময় আমাদের দেশে খুব বিখ্যাত ছিল এই মডেল। এই গাড়ির ইলেকট্রিক মডেল বিশ্ববাজারে লঞ্চ হতে চলেছে। পূর্বে এই গাড়ির নির্মাতা হিন্দুস্তান মোটরস্ লিমিটেড থাকলেও, এখন ফ্রান্সের গাড়ি নির্মাতা কোম্পানি পুঁজো তৈরি করতে চলেছে। অ্যাম্বাসেডর গাড়ির সত্ব 80 কোটি টাকায় কিনেছে পুঁজো। শোনা যাচ্ছে, সম্পূর্ণ ইলেকট্রিক সেডান রূপে আত্মপ্রকাশ করবে এই গাড়ি।

হিন্দুস্তান মোটরস্ গাঁটছড়া বেঁধেছে ফ্রান্সের কোম্পানির সাথে

হিন্দুস্তান মোটরস্ এবার ফ্রান্সের গাড়ি নির্মাতা কোম্পানি পুঁজোর সাথে টাই আপ করেছে। ইলেকট্রিক ফোর হুইলারের পাশাপাশি এই দুটি কোম্পানি মিলিতভাবে ইলেকট্রিক টু-হুইলার তৈরি করার কথা ভেবেছে। এই ইলেকট্রিক অ্যাম্বাসেডর চেন্নাইয়ের প্লান্টে তৈরি করা হতে পারে। এই প্লান্টে অতীতে মিতসুবিসির গাড়ি তৈরি করা হত।

ইলেকট্রিক অ্যাম্বাসেডরের লুক

এই ইলেকট্রিক অ্যাম্বাসেডরে সম্পূর্ণ আধুনিক ইন্টেরিয়র ডিজাইন করা হবে। সম্প্রতি এই গাড়ির স্পাই শট সামনে এসেছে। তা দেখে আপনারা বুঝতে পারবেন ইলেকট্রিক অ্যাম্বাসেডরের লুক সম্পূর্ণ আলাদা রাখার চেষ্টা করছে কোম্পানি। এই ইলেকট্রিক ফোর হুইলারে সিঙ্গেল মোটরের পাশাপাশি বড় ও শক্তিশালী ব্যাটারি প্যাক ব্যবহার করা হতে পারে।

অ্যাম্বাসেডরের সেকাল-একাল

একসময় অ্যাম্বাসেডর ভারতের রাস্তায় রাজত্ব করত। ফলে নতুন করে এই মডেল লঞ্চ হলে মানুষের কৌতূহল তো থাকবেই। মারুতি বাজারে আসার আগে এটিই বাজার ধরে রেখেছিল। লঞ্চের পর সম্ভবত ‘অ্যাম্বাসেডর’ নামটি সাব-ব্র্যান্ড হিসেবে ব্যবহার করা হবে। এখন এটি চেন্নাইতে ম্যানুফ্যাকচার করার কথা ভাবা হলেও, 2014 সালে এই গাড়ি পশ্চিমবঙ্গের উত্তরপাড়া প্লান্টে ম্যানুফ্যাকচার করা হয়েছিল। যদিও এখন আর তা সম্ভব না।