তপ্ত গরমে মোটরসাইকেল চালানো খুবই কষ্টদায়ক। গরমকালে লু-এর মধ্যে দিয়ে বাইক চালানো একপ্রকার অসম্ভব হয়ে দাঁড়ায়। অনেক সময় ধুলোবালি উড়তেও দেখা যায়।আবার গরমের প্রখর রোদে হেলমেট পরাও যায় না। মাথা ঘেমে যায়। এই কারণে চুলেরও ক্ষতি হয় বেশ।
এই জন্য অনেকেই গাড়ি কেনার কথা ভাবছেন। আপনিও কি তাঁদের দলে? গরম পড়ার সাথে সাথে কি অফিস যাওয়ার জন্য নতুন গাড়ি কিনতে চাইছেন? তবে শুধুমাত্র ভাবলেই কি আর গাড়ি কেনা যায়? ভালো মাইলেজের গাড়ির যা দাম, শুনলেই মাথায় হাত। সাধারণ মধ্যবিত্ত মানুষের পক্ষে তা কেনা আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো। তাই এই স্বপ্ন হাতের নাগালের বাইরেই থেকে যায় অনেকের।
জমানো টাকা দিয়ে বা ইএমআই-এর মাধ্যমে অবশ্য অনেকেই আজকাল গাড়ি কিনছেন। কিন্তু শুধু গাড়ি কিনলেই তো হবে না। গাড়ির জ্বালানি খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য মাসিক খরচ খরচা তো থেকেই যায়। এসব ভেবে গাড়ি আর কেনা হয়ে ওঠে না। তবে এবার মোটরসাইকেলের দামেই পেয়ে যাবেন শীতাতপনিয়ন্ত্রিত গাড়ি। এবার বাজারে পেয়ে যাবেন বাজেট ফ্রেন্ডলি দামে তিন চাকার গাড়ি। এই ‘সঙ্গী’ নামের তিন চাকার বাহনটিতে গাড়ির প্রায় সব সুবিধাই মিলবে। অটোরিকশার মতো দেখতে হলেও আকিজ মোটরসের তৈরি ইলেকট্রিক গাড়িটির দুই পাশেই দরজা রয়েছে। সর্বোচ্চ 240 কেজি ওজন বইতে সক্ষম এই গাড়ি। চালকের পাশাপাশি এই থ্রি হুইলারে আরও দুজন যাত্রীর বসার জায়গা রয়েছে।
আকিজ সঙ্গীর ফিচার্স
‘আকিজ সঙ্গী’র ভেতরে রয়েছে একটি মাল্টিমিডিয়া ইনফোটেইনমেন্ট ডিসপ্লে। এতে স্পিড, ব্যাটারির চার্জ, ওয়্যারলেস ব্লুটুথ, মিউজিক সিস্টেম রয়েছে। এছাড়া এতে ভিডিও দেখার সুবিধা মিলবে। এই গাড়িতে ইউএসবি চার্জিং-এর সুবিধা পেয়ে যাবেন। এতে টিউবলেস চাকা রয়েছে। গরম ও ঠান্ডা হাওয়ার জনূএয়ারকুলারের বন্দোবস্ত রয়েছে। এছাড়াও এই গাড়িতেরয়েছে সানরুফের সুবিধা। ম্যানুয়েল এই সানরুফ হাতের সাহায্যে খোলা যায়। এতে রয়েছে এলইডি বাল্ব, হাই বাম্পার স্টপলাইট সহ এলইডি টেইললাইট। পেছনের যানবাহন দেখার জন্য রয়েছে লুকিং গ্লাস।
আকিজ সঙ্গীর পারফরম্যান্স
1500 ওয়াটের শক্তিশালী মোটরের ব্যবহার করা হয়েছে এতে। এছাড়া 60 ভোল্টের 48 অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি রয়েছে। এটি ঘণ্টায় 65 কিলোমিটার বেগে ছুটতে পারে। এই গাড়িটির ওজনের 190 কেজি। এই বাহনটি 8 ঘণ্টা থেকে 9 ঘণ্টা চার্জ দিলেই সর্বোচ্চ 60 কিলোমিটার পর্যন্ত চলতে পারে।
আকিজ সঙ্গীর দাম
তবে এই গাড়ি ভারতে নয় বরং বাংলাদেশে উপলব্ধ। ঢাকার তেজগাঁও সাতরাস্তায় রয়েছে আকিজ মোটরসের শোরুম। আপাতত এখনও এটি অফিশিয়াল ভাবে লঞ্চ হয়নি। কিছু আইনি ঝামেলায় জড়িয়ে আছে। এই গাড়ির দাম চার লাখ বাংলাদেশী টাকা।