Bike Loan

Aeroride EV Bravo NM: দুর্দান্ত লুক সহ ঝাক্কাস ফিচার্স! একবার ফুল চার্জ করলে ছুটবে 126 কিমি

Aeroride EV Bravo NM Electric Bike: এখন ইলেকট্রিক টু-হুইলারের ট্রেন্ড চলছে ভারতীয় মার্কেটে। আগের তুলনায় ইলেকট্রিক টু-হুইলারের চাহিদা বৃদ্ধি পেলেও এখনও পর্যন্ত ভারতের রাস্তায় 90 শতাংশ পেট্রোল চালিত টু-হুইলার দেখা যায়। তবে আর কয়েক বছর পর ভারতীয় মার্কেটের বেশিরভাগটাই ইলেকট্রিক টু-হুইলারের আয়ত্তে চলে যাবে। গ্রাহকদের চাহিদাও ইলেকট্রিক টু-হুইলারের প্রতি বেড়েই চলেছে। আর সেই চাহিদা মেটাতে কোম্পানিগুলি নতুন ইলেকট্রিক টু-হুইলার লঞ্চ করা শুরু করেছে।

Aeroride EV BravoNM ইলেকট্রিক বাইক 126 কিলোমিটার রেঞ্জ সহ লঞ্চ হয়েছে। প্রিমিয়াম লুকের এই ইলেকট্রিক বাইকে পেয়ে যাবেন ঝাক্কাস ফিচার্স। সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে ছুটতে পারে এই ইলেকট্রিক বাইক। কত দাম Aeroride EV BravoNM ইলেকট্রিক বাইকের? কী কী ফিচার রয়েছে এতে? জেনে নিন আজকের প্রতিবেদনে।

Aeroride EV Bravo NM ইলেকট্রিক বাইকের ফিচার্স

এই ইলেকট্রিক বাইকে আপনারা ঝাক্কাস ফিচার্স পেয়ে যাবেন। এতে আপনারা ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ট্রিপ মিটার, ফুয়েল ইন্ডিকেটরের মতো ফিচার পেয়ে যাবেন। এছাড়া এই মডেলে ব্লুটুথ কানেক্টিভিটি ও স্মার্টফোন কানেক্টিভিটির সুবিধা রয়েছে।

Aeroride EV Bravo NM ইলেকট্রিক বাইকের ব্যাটারি ও রেঞ্জ

এই ইলেকট্রিক বাইকে BLDC টেকনোলজির 36 ওয়াটের মোটর ব্যবহার করা হয়েছে। এছাড়া 3.8 কিলোওয়াটের ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে Aeroride EV BravoNM বাইকে। একবার সম্পূর্ণ চার্জ দিলে এটি 126 কিলোমিটার রেঞ্জ দিতে পারে এটি। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে ছুটতে পারে এই ইলেকট্রিক বাইক।

Aeroride EV Bravo NM ইলেকট্রিক বাইকের দাম

এই বাইকটি এখনও ভারতে লঞ্চ হয়নি। 2024 সালের ডিসেম্বরে ভারতে লঞ্চ হবে Aeroride EV BravoNM। এই মডেলের দাম 1.4 লাখ টাকার আশেপাশে হতে পারে।