Bike Loan

Ado Air Carbon Fiber Electric Cycle: স্মার্টফোনের থেকেও কম দাম! দিনে-রাতে চলবে সমান গতিতে, দাম মাত্র 17 হাজার টাকা

Aindrila Dhani

Published on:

ado-air-carbon-fiber-electric-cycle

Ado Air Carbon Fiber Electric Cycle : এখন ইলেকট্রিক টু হুইলারের যুগ। ইলেকট্রিক স্কুটার আর ইলেকট্রিক বাইকের পাশাপাশি ইলেকট্রিক সাইকেলেরও চাহিদা বেশ ভালই বেড়েছে। এখন ভারতীয় বাজারে দুর্দান্ত কিছু ইলেকট্রিক সাইকেল আপনারা পেয়ে যাবেন। ইতিমধ্যে কয়েকটি ইলেকট্রিক সাইকেলের আপডেটেড ভার্সনও চলে এসেছে।

   

এই প্রতিবেদনে আমরা কথা বলব Ado Air Carbon Fiber Electric Cycle-এর সম্পর্কে। এতে 150 কিলোমিটার রেঞ্জ রয়েছে। এই ইলেকট্রিক সাইকেলটির লুক বেশ আকর্ষণীয়। আপনাদের এক দেখাতেই ভালো লেগে যাবে। এছাড়া এতে বেশ কিছু আধুনিক ফিচার্স পেয়ে যাবেন। রাতে চালাতে চাইলেও কোন সমস্যা হবে না। আপনার হাতের স্মার্টফোনের থেকেও এর দাম কম।

Ado Air Carbon Fiber Electric Cycle: ফিচার্স

এই ইলেকট্রিক সাইকেলে আপনারা আধুনিক ফিচারের সুবিধা পেয়ে যাবেন। এতে রয়েছে 5 ইঞ্চির টি এফ টি টাচ স্ক্রিন ডিসপ্লে, সামনের চাকায় সিঙ্গেল ডিস্ক ব্রেক, সাইড স্ট্যান্ড এলইডি হেডল্যাম্প, টেইল ল্যাম্প ইত্যাদি।

Ado Air Carbon Fiber Electric Cycle: মোটর

এই ইলেকট্রিক সাইকেলে 250 ওয়াটের বিএলডিসি টেকনোলজির ইলেকট্রিক মোটর ব্যবহার করা হয়েছে। এর সাহায্যে Ado Air Carbon Fiber Electric Cycle প্রতি ঘণ্টায় সর্বোচ্চ 25 কিলোমিটার বেগে ছুটতে পারে।

Ado Air Carbon Fiber Electric Cycle: ব্যাটারি

এবার আমরা এই ইলেকট্রিক সাইকেলটির ব্যাটারির সম্বন্ধে কথা বলব। কোম্পানি এতে 36 V/ 9.6 Ah ক্যাপাসিটির লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাকের ব্যবহার করেছে। এটি সিঙ্গেল চার্জে 150 মিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে।

Ado Air Carbon Fiber Electric Cycle: দাম

এই ইলেকট্রিক সাইকেলটি আপনারা বেশ সস্তায় পেয়ে যাবেন। কোম্পানি মাত্র 17 হাজার টাকায় এটি ভারতীয় বাজারে পেশ করেছে।