Yamaha E1 Electric Cycle: এক চার্জেই ছুটবে 100 কিমি! ইয়ামাহার ধাসু সাইকেল খরচা মাত্র 15,000 টাকা

yamaha-e1-electric-cycle

Yamaha E1 Electric Cycle: আচ্ছা, আপনার কি সাইকেল চালিয়ে বেশ দূরে ঘুরতে যাওয়ার শখ রয়েছে? কিন্তু অতটা পথ প্যাডেল করতে পারবেন না বলে যেতে পারছেন না! কিংবা সামনেই কারোর জন্মদিন রয়েছে কিন্তু বুঝতে পারছেন না কী উপহার দেবেন? তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য। আজ আমরা নিয়ে এসেছি আপনার মুশকিল আসান।

এই প্রতিবেদনে আমরা কথা বলব Yamaha E1 ইলেকট্রিক সাইকেলের সম্পর্কে। এখন তো ইলেকট্রিক সাইকেল ট্রেন্ডে চলছে। এবার ভারতের বিখ্যাত কোম্পানি ইয়ামাহা নিয়ে এসেছে তাদের নতুন ইলেকট্রিক সাইকেল, তাও নামমাত্র দামে। ইলেকট্রিক টু-হুইলারের দাম অনেকটাই বেশি হয়। কিন্তু ইয়ামাহা তার গ্রাহকদের জন্য খুব সস্তায় এটি নিয়ে এসেছে। তা বলে ফিচার্স ও লোকের দিক থেকে কোনও কম্প্রোমাইজ করেনি। আপনি যদি একটি ভালো মানের ইলেকট্রিক স্কুটারের খোঁজে থেকে থাকেন তাহলে আজকের প্রতিবেদনটি অবশ্যই মন দিয়ে পড়ুন।

Yamaha E1 Electric Cycle: রেঞ্জ

আধুনিক ফিচারের সুবিধা রয়েছে এই ইলেকট্রিক সাইকেলে। এছাড়া দুর্দান্ত পারফরমেন্সের জন্য ব্যবহার করা হয়েছে 1150 ওয়াটের বিএলডিসি ইলেকট্রিক মোটর। এর পাশাপাশি পেয়ে যাবেন বড় ও শক্তিশালী ব্যাটারির সুবিধা। Yamaha E1 Electric Cycle সিঙ্গেল চার্জে 125 কিলোমিটার রেঞ্জ দিতে পারে।

Yamaha E1 Electric Cycle: দাম

আপনি যদি ভালো পারফরমেন্স যুক্ত ইলেকট্রিক সাইকেল কিনতে চান তাহলে অবশ্যই Yamaha E1 Electric Cycle সম্পর্কে বিবেচনা করে দেখতে পারেন। দেখতে যেমন দুর্দান্ত ফিচারের দিক থেকেও কিন্তু দারুণ এই মডেলটি। পাশাপাশি দামও সাধ্যের মধ্যে। এই ইলেকট্রিক সাইকেলটির দাম 45 হাজার টাকা। তবে আপনারা এর থেকে অনেক কম দামে কিনতে পারবেন।

কীভাবে কম দামে Yamaha E1 Electric Cycle বাড়ি নিয়ে যেতে পারবেন?

Yamaha E1 Electric Cycle আপনি কম দামে বাড়ি নিয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে 15 হাজার টাকা ডাউন পেমেন্ট করতে হবে। আর কম সুদের হারে প্রতি মাসে কিস্তি জমা করতে হবে। মোটামুটি 3 হাজার টাকা আপনাকে প্রতি মাসে কিস্তি দিতে হবে।