Bike Loan

Honda Hawk 11: চোখে পড়ার মতো চেহারা! চেহারায় হার মানাবে নামি দামী মডেল কে, তুখোড় মাইলেজ সহ ফাটাফাটি ফিচার

Aindrila Dhani

Published on:

honda-hawk-11

Honda Hawk 11: চলতি বছরের মার্চ মাসে ওসাকা মোটরসাইকেল শো-তে Honda Hawk 11 আত্মপ্রকাশ করে। এবার কোম্পানি তার এই মডেলটির স্পেসিফিকেশন সহ অন্যান্য বিবরণ সামনে এনেছে। বাইক লাভারদের এই মডেলটি বেশ ভালো লাগবে। এতে রয়েছে শক্তিশালী ইঞ্জিন ও দুর্দান্ত হার্ডওয়ার। জেনে নিন বিস্তারিত।

   

Honda Hawk 11: ইঞ্জিন

এই বাইকে 1082 সিসির লিকুইড কুল্ড, প্যারালাল টুইন ইঞ্জিন। যা 100 bhp শক্তি ও 104 Nm টর্ক উৎপাদন করতে সক্ষম। এই ইঞ্জিনের সাথে রয়েছে 6 স্পিড গিয়ার বক্স। এতে আফ্রিকার টুইন ও NT1100 মডেলের মতোই মোটর ব্যবহার করা হয়েছে।

Honda Hawk 11: রাইডিং মোড

এই বাইকে চারটি রাইডিং মোড দেওয়া হয়েছে। যথা :- স্পোর্ট, স্ট্যান্ডার্ড, রেইন আর চতুর্থ রাইডিং মোডটি ব্যবহারকারীর নির্বাচনের ওপর নির্ভর করছে। রাইডার চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন।

Honda Hawk 11: ফিচার্স

এই টু-হুইলারে এলইডি লাইটিং-এর ব্যবহার করা হয়েছে। এছাড়া এর সামনে সেমি ডাবল ক্র্যাডেল ফ্রেম শোওয়া বিগ পিস্টন ফর্ক ও পিছনে লিঙ্কড মনোশক সাসপেনশন দেওয়া হয়েছে। ব্রেকিং ডিউটি সামলানোর জন্য সামনের দিকে ডুয়েল ডিস্ক ব্রেক সহ ডুয়াল চ্যানেল ABS দেওয়া হয়েছে। আর পিছনের দিকে সিঙ্গেল ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। 17 ইঞ্চির অ্যালয় হুইল এখানে পেয়ে যাবেন। এই বাইকের ওজন 214 কিলোগ্রাম আর সিটের উচ্চতা 820 মিলিমিটার।

Honda Hawk 11: দাম

এই বাইকটি আপনারা দুটি রং এ পেয়ে যাবেন- পার্ল হক্স আই ব্লু আর গ্রাফাইট ব্ল্যাক। এ বাইক এর দাম JPY 13,97,000। যা ভারতীয় মুদ্রায় 8.44 লক্ষ টাকার আশেপাশে। তবে এই মুহূর্তে হোন্ডা ভারতে Honda Hawk 11 লঞ্চ করার ব্যাপারে ভাবছে না।