TVS Scooty Pep Plus: উৎসবের মরশুম অবশেষে শুরু হয়ে গেছে। এই তো সুযোগ লুটেপুটে নেওয়ার। বিভিন্ন কোম্পানি এই সময় ডিসকাউন্ট দিয়ে থাকে। অনেকে আবার নতুন মডেল বাজারে লঞ্চ করে। টিভিএস মোটর্স নিয়ে এসেছে তাদের নতুন স্কুটার। আপনি যদি এই উৎসবের মরশুমে বাজেট ফ্রেন্ডলি দামে স্কুটার কেনার কথা ভেবে থাকেন তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য।
এই প্রতিবেদনে আমরা কথা বলব TVS Scooty Pep Plus-এর সম্পর্কে। বেশ কম দামে বাজারে এই মডেলটি পাওয়া যাচ্ছে। মাত্র 2,177 টাকার বিনিময়ে এটি আপনার হতে পারে। স্কুটার চালিয়ে আপনারা কলেজে ও অফিসে যেতে পারবেন। প্রতি লিটার পেট্রোলে 50 কিলোমিটার মতো মাইলেজ দিতে পারে এটি।
TVS Scooty Pep Plus: পারফরমেন্স
কোম্পানি দ্বারা এই স্কুটারে শক্তিশালী ইঞ্জিনের ব্যবহার করা হয়েছে। এতে আপনারা 87.8 সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন পেয়ে যাবেন। এই ইঞ্জিন 6.5 এনএম টর্ক ও 5.4 পিএস শক্তি উৎপাদন করতে সক্ষম। TVS Scooty Pep Plus প্রতি লিটার পেট্রোলে 50 কিলোমিটার মতো মাইলেজ দিতে পারে।
TVS Scooty Pep Plus: দাম
কোম্পানি এই স্কুটারে অ্যাডভান্স ফিচারের ব্যবহার করেছে। এর সাহায্যে আপনারা দুর্দান্ত রাইডিং এক্সপেরিয়েন্স উপভোগ করতে পারবেন। দামের কথা বলতে গেলে, TVS Scooty Pep Plus মাত্র 65 হাজার টাকার প্রারম্ভিক দামে আপনারা কিনতে পারবেন। তবে এর টপ মডেলের দাম 68 হাজার টাকা পর্যন্ত।
TVS Scooty Pep Plus: ফাইন্যান্স প্ল্যান
আপনারা যদি একবারে এত টাকা দিয়ে ফুটার কিনতে না চান সেক্ষেত্রে ফাইন্যান্স প্ল্যানের সুবিধা নিতে পারবেন। মাত্র 8 হাজার টাকা ডাউন পেমেন্ট করে 8 শতাংশ সুদের হারে 3 বছরের জন্য প্রতি মাসে আপনাকে 2,177 টাকা করে কিস্তি জমা করতে হবে।